নিউজ পোল ব্যুরোঃ একই পরিবারের চার জনের রহস্যমৃত্যু (Mysterious death)। বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে দুই সন্তান সহ বাবা মায়ের ঝুলন্ত দেহ। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কি কারণে মৃত্যুর কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে কেরলের (Kerala) ইদুক্কি জেলার উপ্পুথারা গ্রামের একটি বাড়ি থেকে দুই শিশুসহ চারজনের মৃতদেহ পাওয়া গিয়েছে। পুলিশ জানিয়েছে, বিকাল ৪.৩০ টার দিকে লিভিং রুমে ঝুলন্ত অবস্থায় তাদের মৃতদেহ পাওয়া যায়। প্রতিবেশীরা দীর্ঘসময় ধরে ওই পরিবারের কাউকে দেখতে না পেয়ে ও তাঁদের সাড়াশব্দ না পেয়ে খবর দেয় পুলিশকে। পুলিশ এসেই দেহগুলিকে উদ্ধার করে। মৃতদের সজীব মোহনন (৩৪), তার স্ত্রী রেশমা (৩০) তাদের দুই সন্তানকে চিহ্নিত করা হয়েছে। দুই সন্তানের মধ্যে একজনে ৬ বছরের যে প্রথম শ্রেণীর ছাত্র ও অন্যজন চার বছরের শিশুকন্যা। প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যার ঘটনা বলে মনে হচ্ছে। তবে সত্যিই যদি এটা আত্মহত্যা হয় তাহলে কি কারণে এই আত্মহত্যা টা তদন্ত করে দেখা হবে বলেই জানিয়েছে পুলিশ।
আরও পড়ুনঃ Rajarhat News: অভিজাত আবাসন থেকে প্রৌঢ়ার দেহ উদ্ধার
প্রতিবেশীরা পুলিশকে জানিয়েছেন যে উপ্পুথারার পাত্তাথাম্বলামের অটোরিকশা চালক সজীব আর্থিক সমস্যায় ভুগছিলেন। পুলিশ সন্দেহ করছে যে বাবা-মা আত্মহত্যা করার আগে সন্তানদের খুন করেছে। বিস্তারিত তদন্তের পরে ঘটনার সঠিক কারণ জানা যাবে বলেই জানিয়েছে পুলিশ। একটি এফআইআর দায়ের করা হয়েছে এবং আরও তদন্ত চলছে। কিছুদিন আগে কলকাতাতেও ঠিক এই ধরনের ঘটনা ঘটেছিল। একই পরিবারের তিন সদস্যর ঝুলন্ত দেহ (Mysterious death) উদ্ধার করা হয়েছে। সেই ঘটনাতেও সন্তানকে খুন করে বাবা-মা আত্মঘাতী হয়েছিল।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT