নিউজ পোল ব্যুরো: বাংলা নববর্ষের (Bengali New Year) নতুন ভোর মানেই শুধু পয়লা বৈশাখের আনন্দ নয়, সেই সঙ্গে সঙ্গে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর (Durgapuja 2025 Date) অপেক্ষাও যেন শুরু হয়ে যায়। এবছর সেই প্রতীক্ষার অবসান কিছুটা আগেই। আশ্বিনের দ্বিতীয় সপ্তাহেই এসে পড়েছে বোধন থেকে বিসর্জনের দিনগুলি। সঙ্গে থাকছে প্রতিটি দিনের নির্ঘণ্ট, শুভ মুহূর্ত ও বিশেষ তথ্য।
পঞ্চমী (Panchami)
তারিখ: ১০ আশ্বিন | ইংরেজি: ২৭ সেপ্টেম্বর
- পঞ্চমী তিথি থাকবে সকাল ৮টা ৪৯ মিনিট পর্যন্ত।
- সন্ধ্যাবেলায় দেবীর বোধন। এই মুহূর্তেই শুরু শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা।
ষষ্ঠী (Sasthi)
তারিখ: ১১ আশ্বিন | ইংরেজি: ২৮ সেপ্টেম্বর
- ষষ্ঠী তিথি থাকবে সকাল ১০টা ৪৩ মিনিট পর্যন্ত।
- পূর্বাহ্নে ষষ্ঠ্যাদিকল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা।
- সন্ধ্যায় দেবীর আমন্ত্রণ ও অধিবাস।
সপ্তমী (Saptami)
তারিখ: ১২ আশ্বিন | ইংরেজি: ২৯ সেপ্টেম্বর
- সপ্তমী তিথি শেষ হবে দুপুর ১২টা ২৮ মিনিটে।
- নবপত্রিকা প্রবেশ, স্থাপন ও সপ্তমীবিহিত পূজা সকাল ৭টা থেকে ৮টা ২৯ মিনিটের মধ্যে সম্পন্ন হবে।
- দেবী আসছেন গজে, ইঙ্গিত করছেন শস্যে ভরপুর বসুন্ধরার।
- অর্থরাত্রবিহিত পূজা রাত ১১টা ৪ মিনিট থেকে ১১টা ৫২ মিনিটের মধ্যে
অষ্টমী (Astami)
তারিখ: ১৩ আশ্বিন | ইংরেজি: ৩০ সেপ্টেম্বর
- অষ্টমী তিথি থাকবে দুপুর ১টা ৪৫ মিনিট পর্যন্ত।
- মহাষ্টমীবিহিত পূজা সকাল ৭টা থেকে ৮টা ২৯ মিনিটের মধ্যে।
- বীরাষ্টমী ও ব্রত পালনও এই দিনেই।
আরও পড়ুন: Bengali New Year: নিজের লেখা গানের মাধ্যমে রাজ্যবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী
সন্ধিপুজো (Sandhi Puja)
তারিখ: ১৩ আশ্বিন | ইংরেজি: ৩০ সেপ্টেম্বর
- সময়: দুপুর ১টা ২১ মিনিট থেকে ২টা ৯ মিনিট পর্যন্ত।
- বলিদান: দুপুর ১টা ৪৫ মিনিটে।
নবমী (Navami)
তারিখ: ১৪ আশ্বিন | ইংরেজি: ১ অক্টোবর
- নবমী তিথি থাকবে দুপুর ২টা ৩৬ মিনিট পর্যন্ত।
- মহানবমীবিহিত পূজা ও ব্রত সমাপন সকাল ৮টা ২৯ মিনিটের মধ্যে।
বিজয়া দশমী (Vijaya Dashami)
তারিখ: ১৫ আশ্বিন | ইংরেজি: ২ অক্টোবর
- দশমী তিথি থাকবে দুপুর ২টা ৫৬ মিনিট পর্যন্ত।
- পূজা সমাপ্তির পর দেবীর বিসর্জন—দোলায় গমন, যা ইঙ্গিত করে ‘মড়ক’-এর আগমন।
- অপরাজিতা পূজা ও বিজয়া দশমীর ঐতিহ্যবাহী রীতিনীতির মাধ্যমে পূর্ণতা পাবে শারদ উৎসব।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
এই বছরের দুর্গাপুজো (Durgapuja 2025 Date) একদিকে যেমন কিছুটা আগেই আসছে, তেমনই প্রতিটি দিনের রীতি ও শুভ মুহূর্তে রয়েছে গভীর তাৎপর্য। সময়ের সঙ্গে পালটে গেলেও এই সংস্কৃতি, এই আবেগ চিরন্তন। এবারকার পুজো (Durgapuja 2025 Date) হোক আনন্দময়, শান্তিময় ও সমৃদ্ধির বার্তা বহনকারী।