নিউজ পোল ব্যুরো: বাংলায় শিল্প ও বিনিয়োগ (Investment) বাড়ানোর লক্ষ্যে অনেকদিন ধরেই উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) দাবি, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের (World Trade Center) মাধ্যমে রাজ্যে উল্লেখযোগ্য বিনিয়োগ এসেছে। যদিও বিরোধীরা তা মানতে নারাজ। মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) কথায়, এসব বিনিয়োগ (Investment) এখন শুধু কাগজে-কলমে নয়। বাস্তবেও তার প্রমাণ দেখা যাচ্ছে।
আরও পড়ুন: Waqf Act: ওয়াকফ বিতর্কে উত্তাল দেশ, আদালতে মুখোমুখি কেন্দ্র!
তিনি জানিয়েছেন, আগামী ২১ এপ্রিল পশ্চিম মেদিনীপুরের শালবনিতে জিন্দাল গোষ্ঠীর তাপবিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাস করবেন তিনি (CM Mamata Banerjee)। এটি হবে ৮০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি ইউনিটের একটি বড় প্রকল্প। এই প্রকল্পে জিন্দালরা প্রায় ১৬ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ করছেন।
২২ এপ্রিল মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) উদ্বোধন করবেন গোয়ালতোড়ে তৈরি হওয়া একটি সৌরবিদ্যুৎ কেন্দ্র। যার খরচ হয়েছে প্রায় ৭৫৭ কোটি টাকা। এই প্রকল্পে ৮০ শতাংশ টাকা দিয়েছে জার্মানির একটি সংস্থা। বাকি অর্থ দিয়েছে রাজ্য সরকার।
এই দুটি প্রকল্পের ফলে স্থানীয় মানুষের জন্য প্রচুর কাজের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। বিদ্যুৎ সরবরাহ আরও ভালো হবে এবং ভবিষ্যতে বিদ্যুতের দামও কমতে পারে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আগে অনেক জায়গায় লোডশেডিং হতো, এখন আর হয় না। চাহিদা বাড়ছে, তাই আমরা আরও বিদ্যুৎ উৎপাদনে জোর দিচ্ছি।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
এছাড়া মুখ্যমন্ত্রী আরও জানান, ২২ এপ্রিল তিনি রাজ্যে নতুন ২৫টি দমকল কেন্দ্রেরও উদ্বোধন করবেন। এর মধ্যে ১৫টি দিঘায় যাবে, বাকি ১০টি থাকবে কলকাতায়।
২০১১ সালে মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, কৃষি এবং শিল্প – এই দুইয়ের সমন্বয়েই গড়ে উঠবে নতুন বাংলা। এই বিদ্যুৎ প্রকল্পগুলো সেই লক্ষ্যপূরণেরই অংশ, বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।