Accident: মর্মান্তিক, বিয়েবাড়ি থেকে ফেরার পথে খাদে গাড়ি উল্টে মৃত ৫

দেশ

নিউজ পোল ব্যুরোঃ মর্মান্তিক দুর্ঘটনা(Accident), শুক্রবার সন্ধ্যায় বিয়েবাড়ি থেকে ফেরার পথে খাদে পড়ল গাড়ি। ৫ জন ছিলেন গাড়িতে। সকলের মৃত্যু হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে নেমে এসেছে শোকের ছায়া। আবহাওয়া খারাপ থাকার কারণে ব্যহত হয় উদ্ধার অভিযান।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তরাখণ্ডের (Uttaraknad) চামোলি জেলায় ৫ জনকে বহনকারী একটি গাড়ি গভীর খাদে পড়ে যায়। গাড়ি খাদে উল্টে সকলেই নিহত হন। বিরহি-নিজমুলা সড়কের পাশে কোরেলধর গ্রামের কাছে সন্ধ্যা ৬.৩০ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা, সকলেই হরমানি গ্রামের বাসিন্দা। তাঁরা নিজমুলায় একটি বিয়েতে যোগদানের পর বাড়ি ফিরছিলেন। ফেরার পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকশ মিটার গভীর উপত্যকায় পড়ে যায়। পুলিশ কর্তাদের মতে, খারাপ আবহাওয়া এবং কম দৃশ্যমানতার কারণে দুর্ঘটনা ঘটে। এলাকায় ভারী বৃষ্টিপাত এবং বজ্রপাতের কারণে তাৎক্ষণিক উদ্ধার প্রচেষ্টা ব্যাহত হয়। জেলা ম্যাজিস্ট্রেট ডঃ সন্দীপ তিওয়ারি নিশ্চিত করেছেন যে রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (SDRF), পুলিশ এবং রাজস্ব বিভাগের কর্মীরা ত্রাণ ও উদ্ধার অভিযান পরিচালনার জন্য ঘটনাস্থলে পৌঁছেছেন। তবে, অবিরাম বৃষ্টিপাত এবং অন্ধকার মৃতদেহগুলি উদ্ধার চ্যালেঞ্জের হয়ে পড়ে।

আরও পড়ুনঃ Abhishek Banerjee: “সত্যিকারের ভালবাসারই প্রমাণ”, দিলীপ-রিঙ্কুকে শুভেচ্ছা অভিষেকের

পুলিশ জানিয়েছে দুর্ঘটনার (Accident) পর থেকেই উদ্ধার প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং উদ্ধারকারী দল খাদ থেকে মৃতদের উদ্ধারের জন্য কাজ করছে। ভারতীয় আবহাওয়া বিভাগ(IMD) ইতিমধ্যেই ওই অঞ্চলে বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। আবহাওয়ার পরিস্থিতি দেখে, ডিএম তিওয়ারি জেলার সমস্ত স্কুল এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ছুটি ঘোষণা করেছেন। পাপাশি তিনি স্থানীয় বাসিন্দাদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতেও অনুরোধ করেছেন। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন এবং জেলা প্রশাসনকে নিয়ম অনুযায়ী আর্থিক সহায়তা প্রদানের নির্দেশ দিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখার নির্দেশও দিয়েছেন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT