Gautam Gambhir : নায়ার কি আর ‘কাছের মানুষ’ নন? অন্য দুজনকে বাঁচাতে বড় সিদ্ধান্ত গম্ভীরের

breakingnews ক্রিকেট ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: ভারতীয় দলের (Indian Cricket Team) সহকারী কোচের দায়িত্ব থেকে সম্প্রতি ছাঁটাই করা হয়েছে অভিষেক নায়ারকে (Abhishek Nayar)। নায়ারের এই দায়িত্ব পাওয়ার নেপথ্যে ছিলেন জাতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। এদিকে বোর্ড সূত্রে খবর, মাত্র ৮ মাসেই নায়ারের চাকরি যাওয়ার বিষয়ে কোনও বাধাই দেননি গম্ভীর। বরং তিনি ব্যস্ত ছিলেন অন্য দুজনকে বাঁচাতে।

আরও পড়ুনঃ Sanjay Bangar Child : নগ্ন ছবি পাঠিয়ে শুতে চাইতেন ক্রিকেটাররা, বিস্ফোরক অভিযোগ বাঙ্গার-কন্যার

অভিষেক নায়ার বরাবর গুরু গম্ভীরের (Gautam Gambhir) কাছের মানুষ হিসাবেই পরিচিত। ভারতীয় দলে আসার আগে কলকাতা নাইট রাইডার্সেও একসঙ্গে কাজ করেছেন দুজনে। তবে ভারতীয় দলে নায়ারের দায়িত্ব পালন নিয়ে খুশি ছিলেন না অনেকেই। সদ্যই চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025) জিতেছে টিম ইন্ডিয়া। তবু ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ০-৩ হোয়াইটওয়াশ আর অস্ট্রেলিয়ায় ১-৩ ব্যবধানে বর্ডার গাভাস্কার ট্রফি (BGT 2025) খুইয়ে আসা ভুলতে পারছে না বিসিসিআই (BCCI)। সেই কারণেই কোপ পড়েছে সহকারী কোচ নায়ারের ঘাড়ে।

Gautam Gambhir

যদিও একা অভিষেক নায়ার নন। গম্ভীর (Gautam Gambhir) জাতীয় দলের কোচ হয়ে আসার সময় সঙ্গে এসেছিলেন আরও দুজন। তাঁরা হলেন মর্নে মর্কেল (Morne Morkel) এবং রায়ান টেন দুশখাতে (Ryan Ten Doeschate)। তাঁদের বিষয়ে কিন্তু গম্ভীর মোটেই নিস্পৃহ নন। বরং বোর্ডের এক কর্তা একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “নায়ারকে ছাঁটাই করার কথা যখন ওঠে তখন গম্ভীর কোনও আপত্তি করেননি। তিনি দুশখাতে আর মর্কেলের চাকরি বাঁচাতে তৎপর ছিলেন। ওই দুজনকে এত তাড়াতাড়ি তাড়াতে কোনওভাবেই রাজি ছিলেন না গম্ভীর।”

নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@newspolebangla?si=Ygy6shQubNhWstbr

অভিষেক নায়ারের চাকরি যাওয়ার পাশাপাশি ফিল্ডিং কোচ টি দিলীপের মেয়াদও আর বাড়ায়নি বোর্ড। মেয়াদ শেষ হওয়ার পর ধরে রাখা হয়নি স্ট্রেনথ এবং কন্ডিশনিং কোচ সোহম দেশাইকেও। টি দিলীপ এবং সোহম দেশাই, দুজনেই গত ৩ বছর ধরে দলের সঙ্গে যুক্ত ছিলেন। এদিকে নায়ারকে ছাঁটাই করা হলেও তাঁর বদলি হিসাবে কারও নামই ঘোষণা করেনি বোর্ড। তবে ফিল্ডিং কোচের দায়িত্ব দুশখাতে পালন করবেন বলে খবর। এছাড়া স্ট্রেনথ এবং কন্ডিশনিং কোচ হয়ে আসতে পারেন আদ্রিয়ান লে রোক্স।