Narendra Modi-Elon Musk: Tesla, Starlink এবার ভারতেই! এলন মাস্কের বড় ঘোষণা

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: বিশ্ব প্রযুক্তি দুনিয়ার অন্যতম প্রভাবশালী ব্যক্তি এলন মাস্ক (Narendra Modi-Elon Musk) অবশেষে ভারত সফরের ইঙ্গিত দিলেন। মার্কিন টেক জায়ান্ট এবং টেসলা ও স্পেসএক্সের সিইও (CEO) মাস্ক জানিয়েছেন, তিনি ২০২৫ সালের শেষ দিকে ভারত সফরে আসতে উদগ্রীব। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এক ফলপ্রসূ ফোনালাপের পর এই ঘোষণা দেন তিনি।

আরও পড়ুন: Modi-Musk: ভারতে টেসলা? মোদি-মাস্ক ফোনে ইঙ্গিত গুরুত্বপূর্ণ পরিবর্তনের!

মোদির (Narendra Modi-Elon Musk) সঙ্গে ভারত-মার্কিন প্রযুক্তি সহযোগিতা নিয়ে আলোচনার একদিন পর মাস্ক বলেন,“প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা বলে আমি সম্মানিত। ভারত সফরের জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।”

প্রধানমন্ত্রী মোদি (Narendra Modi) নিজেও জানান, এই ফোনালাপে মহাকাশ গবেষণা, স্মার্ট যানবাহন, এবং উদ্ভাবনভিত্তিক প্রযুক্তি সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। তিনি বলেন, “ভারত-যুক্তরাষ্ট্র অংশীদারিত্ব প্রযুক্তির ভবিষ্যত নির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে।”

প্রসঙ্গত, ২০২৪ সালে ভারতে মাস্কের সফর নির্ধারিত থাকলেও, টেসলার ‘অত্যন্ত ব্যস্ত’ কার্যসূচির কারণে তা স্থগিত হয়। তবে এবার আর পেছানোর ইঙ্গিত নেই। টেসলা ইতিমধ্যে মুম্বাইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে ৪,০০০ বর্গফুটের একটি অফিস স্পেস ভাড়া নিয়েছে। পাশাপাশি দিল্লি (Delhi) ও মুম্বাইতে (Mumbai) অতিরিক্ত স্থানও খোঁজা হচ্ছে।

এছাড়াও, ইন্টারনেট (Internet) ব্যবহারে বিশ্বের শীর্ষ দেশের একটি হওয়ায় মাস্কের স্যাটেলাইট-ভিত্তিক স্টারলিংক প্রকল্প ভারতের বাজারে প্রবেশে আগ্রহী। এই প্রেক্ষাপটে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে স্টারলিংকের শীর্ষ নির্বাহীদের বৈঠকও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

উল্লেখ্য, টেসলা এবং স্পেসএক্স-এর প্রধান এলন মাস্কের (Elon Musk) সঙ্গে ফোনে (Narendra Modi-Elon Musk) কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এই আলোচনায় প্রযুক্তি, উদ্ভাবন এবং দুই দেশের মধ্যে সম্ভাব্য সহযোগিতা নিয়ে বিস্তৃত আলোচনা হয়। মোদি নিজেই সমাজমাধ্যমে এই ফোনালাপের কথা জানান। যা ঘিরে রাজনৈতিক ও অর্থনৈতিক মহলে বেশ চাঞ্চল্য তৈরি হয়েছে। অনেকে মনে করছেন, এতে টেসলার মতো বিশ্বখ্যাত প্রযুক্তি সংস্থার ভারতের বাজারে প্রবেশ আরও সহজ হবে।

ভারত ও আমেরিকার (India-US Relationship) মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করতে বিগত কয়েক বছর ধরেই উদ্যোগ নিচ্ছে মোদি সরকার। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) দ্বিতীয় বার প্রেসিডেন্ট হওয়ার পর দুই দেশের মধ্যে কূটনৈতিক এবং বাণিজ্যিক যোগাযোগ আরও ঘনিষ্ঠ হয়েছে। তবে, ট্রাম্প (Donald Trump) প্রশাসনের আমদানি শুল্ক নীতির কারণে ভারতকেও চাপে পড়তে হয়। ২০১৯ সালের এপ্রিল মাসে ট্রাম্প ঘোষণা করেন, যেসব দেশ আমেরিকার (America) পণ্যের ওপর শুল্ক আরোপ করবে, আমেরিকাও সেসব দেশের পণ্যে পাল্টা শুল্ক চাপাবে। সেই তালিকায় ভারতের ওপর ২৬ শতাংশ শুল্ক আরোপ করা হয়, যদিও পরে এই সিদ্ধান্ত আংশিকভাবে স্থগিত করা হয়।