নিউজ পোল ব্যুরো: তাপমাত্রা ক্রমেই বাড়ছে। সামনে গ্রীষ্ম আরও কঠিন হতে পারে বলে সতর্ক করছেন আবহাওয়াবিদরা। এসি বা এয়ার কুলার (EcoFriendly) যেমন অনেকের সাধ্যের বাইরে, তেমনি বিদ্যুতের বিলও চিন্তার কারণ। এই পরিস্থিতিতে প্রাচীন এক পদ্ধতি নতুনভাবে জনপ্রিয় হয়ে উঠছে— মাটির পাত্রের ( EcoFriendly ) তৈরি এয়ার কুলার।এই পরিবেশবান্ধব ও সাশ্রয়ী যন্ত্র দক্ষিণ ভারতের চেন্নাই, বেঙ্গালুরু, তামিলনাড়ুর মতো জায়গায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এমনকি দিল্লির মতো বড় শহরেও পরিবেশ সচেতন (EcoFriendly) পরিবারগুলিও এটি ব্যবহার শুরু করেছে।
আরও পড়ুন: https://thenewspole.com/2025/04/18/dilip-ghosh-got-married-with-rinku-majumdar/
এই কুলার (EcoFriendly) তৈরি হয় ছিদ্রযুক্ত মাটির পাত্র থেকে। জল পাত্রে রেখে দেওয়া হলে তা ধীরে ধীরে বাষ্পীভূত হয় এবং চারপাশের বাতাস (Air) ঠান্ডা করে। একটি ছোট ফ্যান পাত্রের মাথায় বসানো থাকে, যা গরম বাতাস টেনে নিয়ে ভিতরের ঠান্ডা বাতাস বাইরে পাঠায়। ছোট ঘরের জন্য এটি ফ্যানের তুলনায় অনেক বেশি কার্যকর| বিক্রেতারা জানাচ্ছেন, পাত্রের চারপাশে ভেজা কাপড় জড়ালে আরও ভালো ফল পাওয়া যায়। বেসিক এক ফ্যানের কুলারের (Cooler) দাম ২,৬০০ টাকা থেকে শুরু, আর বড় মডেল পাওয়া যায় ৬,০০০ টাকায়। বিদ্যুৎ (Electricity) খরচও খুব কম।
তবে পশ্চিমবঙ্গের (West Bengal) আর্দ্র আবহাওয়ায় এই কুলার ততটা কার্যকর নাও হতে পারে। শুষ্ক অঞ্চলে এর কার্যকারিতা বেশি। ঘরের ভিতর জানলার সামনে রাখলে সেরা ফল পাওয়া যায়।অনলাইনে (Online) অর্ডার করা ছাড়াও ইউটিউব বা সোশ্যাল মিডিয়ার ভিডিও দেখে নিজেরাও বানিয়ে নিতে পারেন এই অভিনব কুলার।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT