Murshidabad Violence : মুর্শিদাবাদ সফর শেষে রাজপালের কাছে মহিলা কমিশনের চেয়ারপার্সন

breakingnews কলকাতা রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: ওয়াকফ আইন (wakf law) নিয়ে গত কয়েকদিন ধরেই উত্তাল মুর্শিদাবাদ(Murshidabad violence) ও মালদার (Malda) বেশ কিছু জায়গা।। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে যে ঘর ছাড়া বহু মানুষ। একাধিক ঘরবাড়ি ও সম্পত্তি নষ্টেরও অভিযোগ উঠেছে। হাইকোর্টের নির্দেশে মোতায়েন করা হয়েছে আধাসেনা। তবে বর্তমানে পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। উত্তপ্ত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ও মহিলা কমিশনের সদস্যরা। দুদিন ধরে এলাকা পরিদর্শনের পর রবিবার রাজভবনে যান কমিশনের চেয়ারপার্সন বিজয়া রাহাতকা (Bijaya Rahataka) । রাজ্যপাল সিভি আনন্দ বোসের(CV Anand Bose) সঙ্গে বৈঠকের পাশাপাশি তুলে দেন তাদের এলাকা পরিদর্শনের প্রাথমিক রিপোর্ট।


বিজয়া রাহাতকার নেতৃত্বে স্পর্শকাতর বিভিন্ন এলাকা পরিদর্শন করেছে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিদল। ভবনে গিয়ে রাজ্যপাল বোসকে মুর্শিদাবাদের পরিস্থিতির সম্পর্কে জানান মহিলা কমিশনের চেয়ারপারসন। সূত্রের খবর, রাজ্যপালের সঙ্গে দেখা করে কমিশনের চেয়ারপার্সন বলেন, “ওই এলাকার মহিলা এবং শিশুদের পরিস্থিতি নিয়ে রাজ্যপালকে জানিয়েছি। পরিস্থিতি খুবই ভয়ংকর। যত দ্রুত সম্ভব মহিলা, শিশু-সহ স্থানীয়দের নিরাপত্তা সুনিশ্চিত করতে রাজ্যপালকে আবেদন জানানো হয়েছে। “ তবে শুধু রাজ্যপাল নন কমিশনের চেয়ারপার্সন জানিয়েছেন দিল্লি ফিরে বিস্তারিত রিপোর্ট পেশ করা হবে ও রিপোর্ট দেওয়া হবে রাজ্য সরকারকেও । এদিন সাংবাদিক বৈঠক করেও উদ্বেগ প্রকাশ করেছেন বিজয়া রাহাতকা।

আরও পড়ুন: CPIM: শক্তি প্রদর্শন না আত্মসমীক্ষা? ব্রিগেডে বাম রাজনীতি


এই প্রসঙ্গে উল্লেখ্য, শুক্রবার ও শনিবার ‘দুর্গত’দের (Murshidabad Violence) সঙ্গে দেখা করেন রাজ্যপাল। কথা বলেছেন নিহত বাবা ছেলের পরিবারের সঙ্গেও। সফর শেষে রাজ্যপাল বোস সাংবাদিক বৈঠক করে জানান, “স্থানীয়রা বেশ কয়েকটি দাবি রয়েছে। তাঁরা জাস্টিস চান। শান্তিতে থাকতে চান। সঙ্গে স্থায়ী বিএসএফ ক্যাম্প তৈরির দাবি জানিয়েছেন তাঁরা। সঠিক জায়গায় বিষয়টি জানাব। আমি আশাবাদী অন্ধকার কেটে আলোর দেখা মিলবে। একজন রাজ্যপাল হিসাবে আমার যা করণীয় আমি করছি, করব। এটাই আমার কর্তব্য। আমি বাংলার মানুষের সঙ্গে আছি।”