নিউজ পোল ব্যুরো: শুরু হতে চলেছে অমরনাথ যাত্রা। তার আগেই জম্মু-কাশ্মীরে (Jammu and Kashmir) জঙ্গি হামলা। রক্তাক্ত হল উপত্যকা। মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাম শহরে একটি পর্যটন কেন্দ্রে জঙ্গিদের গুলিতে প্রায় ৬ জন পর্যটক আহত হয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে। আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে পর্যটকদের মধ্যে।
একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেছেন জঙ্গি হামলার খবর। কাশ্মীরের বৈসরন উপত্যকায় জঙ্গিরা এলোপাথাড়ি গুলি গুলি চালাতে শুরু করে। সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং তল্লাশি অভিযান চলছে। সেনা কর্মকর্তারাও ঘটনাটি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা করছেন। এখনও পর্যন্ত সন্ত্রাসবাদী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে গুলির লড়াইয়ের খবর পাওয়া যায়নি। একজন পর্যটক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “আমার স্বামীর মাথায় গুলি লেগেছে এবং আরও সাতজন আহত হয়েছেন।” মহিলা পর্যটক নিজের পরিচয় প্রকাশ করেননি তবে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য সাহায্যের জন্য তিনি আবেদন করেছেন। গোটা এলাকা ঘিরে ফেরেছে সুরক্ষা বাহিনী।
আরও পড়ুনঃ Mamata Banerjee to visit Murshidabad : ‘চক্রান্ত ফাঁস করব’, মুর্শিদাবাদ যাচ্ছেন মমতা
জম্মু কাশ্মীর (Jammu and Kashmir) ভারত সহ বিশ্বের কাছে অত্যন্ত জনপ্রিয় পর্যটন কেন্দ্র, যা “মিনি-সুইজারল্যান্ড” নামে পরিচিত। সেই সাদা বরফ ঢেকেছে লাল রক্তে। জঙ্গি হামলার খবর পাওয়ার পরেই তাৎক্ষণিকভাবে ওই এলাকায় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। জম্মু-কাশ্মীর পুলিশ জানিয়েছে, “জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগামে সন্ত্রাসী হামলায় বেশ কয়েকজন পর্যটক আহত হয়েছেন।” শীর্ষ কর্তারা জানিয়েছেন ওই এলাকায় কেবল হেঁটে অথবা ঘোড়ায় চড়ে যাওয়া যায় তাই উদ্ধার অভিযানে কিছুটা বেগ পেতে হয়েছে। জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। জঙ্গিরা ছদ্মবেশে ছিল এবং এটি একটি লক্ষ্যবস্তু আক্রমণ বলে মনে করা হচ্ছে। এই প্রসঙ্গে উল্লেখ্য, অমরনাথ যাত্রার জন্য দেশ জুড়ে রেজিস্ট্রেশন চলছে এমন সময়ে এই হামলাটি ঘটেছে। ৩৮ দিনের এই তীর্থযাত্রা ৩ জুলাই থেকে দুটি রুট দিয়ে শুরু হতে চলেছে – অনন্তনাগ জেলার ৪৮ কিলোমিটার দীর্ঘ পাহালগাম রুট এবং গান্দেরবাল জেলার ১৪ কিলোমিটার দীর্ঘ বালতাল রুট।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT