নিউজ পোল ব্যুরো: গরমে অতিষ্ঠ দক্ষিণবঙ্গবাসীর জন্য আশার বার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Thursday Weather Report)। চলতি সপ্তাহের শেষ দিক থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। কলকাতাসহ (Kolkata) পার্শ্ববর্তী এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে, যার গতিবেগ ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে।
আরও পড়ুন: Wednesday Weather Report : দক্ষিণবঙ্গের গরম বজায়, উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা
আবহাওয়াবিদদের (Thursday Weather Report) মতে, পূর্ব বিহার এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের উপ-হিমালয় অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেই ঘূর্ণাবর্ত থেকে একটি অক্ষরেখা দক্ষিণ ছত্তীসগঢ় (Chattisgarh) পর্যন্ত বিস্তৃত হয়েছে, যা ঝাড়খণ্ড, বিদর্ভ এবং তেলেঙ্গানার (Telengana) উপর দিয়ে অতিক্রম করছে। এর প্রভাবে রাজ্যের উপর দিয়ে পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে গরম হাওয়া বইছে, যার সঙ্গে যুক্ত হয়েছে প্রখর রোদ।
ফলে আগামী ১৫ মে পর্যন্ত দক্ষিণবঙ্গে গরম এবং আর্দ্রতার কারণে অস্বস্তি বজায় থাকবে।তবে ১৬ মে থেকে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে (Thursday Weather Report)। ওই দিন থেকে কলকাতা (Kolkata), হাওড়া (Howrah), হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়ায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। সেইসঙ্গে ঘণ্টায় ৫০–৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে। এই কারণে দক্ষিণবঙ্গের কিছু জেলায় ইতিমধ্যে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
অন্যদিকে, উত্তরবঙ্গে পরিস্থিতি আরও উত্তাল হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাসও রয়েছে।