বেলেঘাটা আইডিতে উদ্ধার নরকঙ্কাল

কলকাতা জেলা শহর

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেলেঘাটা আইডি হাসপাতালে মানুষের মাথার খুলি ও হাড়গোড় মেলায় চাঞ্চল্য দেখা দিয়েছে। জানা গেছে, আজ শুক্রবার হাসপাতালের পরিত্যক্ত একটি মর্গের বাইরে থেকই উদ্ধার হয় মানুষের মাথার খুলি। তার সঙ্গে মেলে মানুষের হাড়গোড়ও। কীভাবে সেগুলি সেখানে এল তা নিয়ে উঠেছে প্রশ্ন।
দু’জন সাফাইকর্মী বলেন, ‘জঙ্গল পরিষ্কার করতে গিয়ে মানুষের মাথার খুলি পাই।’ এরপর শুক্রবার আবার উদ্ধার হয় হাড়গোড়। হাসপাতাল চত্বরে প্রকাশ্যেই হাড়গোড় পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়ায়। কোথা থেকে এই হাড়গোড় এল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতালের অধ্যক্ষ।জানা গেছে, ১৩টি হাড় উদ্ধার হয়েছে। হাসপাতাল চত্বরেই প্রকাশ্যে পড়ে রয়েছে সেই সব হাড়গোড়। যা দেখে আঁৎকে উঠেছেন অনেকেই। হাড়গোড় উদ্ধারের ঘটনায় খোঁজখবর নেওয়া হচ্ছে। প্রশ্ন উঠছে কেন হাসপাতাল কর্তৃপক্ষ এর কোনও ব্যবস্থা করেনি, এলই বা কোত্থেকে!