ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভালে দেশ-বিদেশের একশোটি ছবি মনোনিত

আন্তর্জাতিক বিনোদন

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা মহানগরীতে শুরু হতে চলেছে ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভাল। আগামী ২১ জানুয়ারী থেকে ২৬ জানুয়ারী পর্যন্ত ছয়দিন ব্যাপী অনুষ্ঠিত হবে ছোট ছবির বড়ো উৎসব। ২০২৫এ এই ফেস্টিভাল পঞ্চম বর্ষে পদার্পন করছে। এবারে আয়োজন অনলাইন ও অফলাইন দুই ফরম্যাটেই হবে।

ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভালে ৩০টি দেশ থেকে প্রায় ২৫০টি ছবি অংশগ্রহণের জন্য আবেদন জানিয়েছে। সুইজারল্যান্ড, ঘানা, তাইওয়ান, নরওয়ে, চীন ও ভারতের মধ্যে থেকে বাছাই করে মোট ২০০টি ছবি দেখানো হবে এই শর্ট ফিল্ম ফেস্টিভালে। এরমধ্যে ১০০টি ছবি মনোনীত। মোট ৩০টি পুরস্কার দেওয়া হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক, জাতীয় ও বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির নির্মাতা, কলাকুশলী ও বিশিষ্ট ব্যক্তিরা।

উল্লেখ্য, ছোটদের ছবির পাশাপাশি থাকবে এলজিবিটিকিউ ফিল্ম, মহিলা চরিত্র নির্ভর ছবি এবং বিভিন্ন আন্তর্জাতিক বিষয় নির্ভর ছবি। অনলাইন ও অফলাইন দুই ধরণের স্ক্রিনের ব্যবস্থা থাকছে। www.efilmzone.com এই ওয়েবসাইটে ২১ জানুয়ারী বিকেল ৫টা থেকে অনলাইন ছবি প্রদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া ওয়েবসাইটে ছবি সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে পারবেন সিনেমাপ্রেমী দর্শকেরা। ফিজিক্যাল সেনসেশনের জন্য ২১-২২ জানুয়ারী অ্যাডামাস ইউনিভার্সিটিতে, বারাসাতে ২৪-২৬ জানুয়ারি, রোটারি সদন ও বালিগঞ্জ সায়েন্স কলেজে ছবি দেখানোর ব্যবস্থা থাকছে।