মাধ্যমিকে কড়া নজরদারির নির্দেশ

কলকাতা জেলা রাজ্য

নিজস্ব প্রতিনিধি,কলকাতা: ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকেই শুরু ছাত্র জীবনের প্রথম বোর্ড পরীক্ষা। ১০ ই ফেব্রুয়ারি থেকে শুরু মাধ্যমিক। ২০২৫ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেওয়া হবে ৩০ জানুয়ারি, জানানো হলো সময়সীমা। সেই মতই আগত মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড বিতরণ করা হবে ৩০ জানুয়ারি সকাল ১১ টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। কোনওভাবে অ্যাডমিট কার্ডে যদি কোনও ভুল থাকে তবে তা সংশোধনের সময় থাকছে আরও কয়েকদিন। ত্রুটি থাকলে তা ৬ ফেব্রুয়ারির মধ্যে জানাতে হবে এমনটাই নির্দেশ।

২০২৫-এর মাধ্যমিক পরীক্ষা চলবে একটানা ১৩ দিন ধরে। আগত মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১০ ফেব্রুয়ারি এবং শেষ পরীক্ষা চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রথম দিন ১০ ই ফেব্রুয়ারি বাংলা, দ্বিতীয় দিন ১১ ফেব্রুয়ারি ইংরেজি, তৃতীয় দিন ১৫ ফেব্রুয়ারি অঙ্ক, চতুর্থ দিন ১৭ ফেব্রুয়ারি ইতিহাস, পঞ্চম দিন ১৮ ফেব্রুয়ারি ভূগোল, ষষ্ঠ দিন ১৯ ফেব্রুয়ারি জীবন বিজ্ঞান বা লাইফ সায়েন্স পরীক্ষা। সপ্তম দিন ২০ ফেব্রুয়ারি ফিজিক্যাল সায়েন্স বা ভৌতবিজ্ঞান। অষ্টম দিন ২২ ফেব্রুয়ারি থাকছে ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা।

চলতি বছর মাধ্যমিকে এবার বাধা হল বেশ কিছু গাইডলাইন। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের মানতে হবে এই বিশেষ গাইডলাইন। কিন্তু কি সেই গাইডলাইন?নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে সবার প্রথমেই উপস্থিতির সময়। শিক্ষক শিক্ষিকাদের নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানোর নির্দেশ দেওয়া হয় শুরুতেই। এই নির্দেশ না মানলেই নেওয়া হবে কড়া পদক্ষেপ। পর্ষদের দেওয়া নির্দেশ প্রত্যেককে মানতে হবে জারি নির্দেশ। পড়ুয়াদের উপর সজাগ নজর রাখতে হবে পরীক্ষকদের। পরীক্ষাকেন্দ্রে কোনও গন্ডগোল যাতে না হয় তার জন্য শিক্ষক শিক্ষিকাদের করা নজরদারির নির্দেশ। এমনকি কোনও আপত্তিকর বিষয় চোখে পড়লেই সঙ্গে সঙ্গে নেওয়া হবে পদক্ষেপ। সে বিষয়ে তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করতে হবে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের এমনটাই নির্দেশ দেওয়া হয় পর্ষদের তরফ থেকে।