Deucha Pachami: গ্লোবাল টেন্ডার এবার দেউচা পাঁচামির

কলকাতা জেলা দেশ রাজ্য

নিজস্ব প্রতিনিধি: দেউচা পাচামি (Deucha Pachami) খনি থেকে কয়লা উত্তোলনের জন্য গ্লোবাল টেন্ডার আহবান করা হয়েছে। রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিয়মের তরফ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে কয়লা উত্তোলনে আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন সংস্থাকে আগামী ৩ ফেব্রুয়ারির মধ্যে দরপত্র জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

Bizarre: মস্তিস্ক ছাড়াই চলে জীবন এই পাঁচ প্রাণীর

আগ্রহী সংস্থাকে দেউচা-পাচামি (Deucha Pachami) -দেওয়ানগঞ্জ-হরিণসিংহ কয়লা খনি প্রকল্পের জন্য বিস্তারিত নকশা, প্রকল্প রিপোর্ট সর্বাধিক সম্ভাব্য কয়লা সম্পদ খনন বা নিষ্কাশনের পদ্ধতি, প্রযুক্তি, অতীত অভিজ্ঞতা ইত্যাদি জানিয়ে আবেদন করতে বলা হয়েছে। এছাড়া প্রস্তাবিত ওপেন কাস্ট মাইনিং, ভূগর্ভস্থ মাইনিং ও হাইওয়াল মাইনিংয়ে খরচ এবং খনি চার্জ কত হতে পারে, আলাদাভাবে তাও উল্লেখ করতে বলা হয়েছে।

https://www.facebook.com/share/p/14ntxvWaWn/

উল্লেখ্য, এশিয়ার সর্ববৃহৎ ও পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কয়লা ভান্ডার দেউচা পাচামি খনি প্রকল্পে
৩৪০০ একর জমিজুড়ে খননের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রায় ৩৫ হাজার কোটি টাকার বিনিয়োগ এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অন্তত এক লক্ষ মানুষের কর্মসংস্থান হবে বলে আশা করা হচ্ছে।

https://www.youtube.com/@newspolebangla

কয়লা মন্ত্রক ২০১৫ সালে মোট ১৭টি কয়লা ব্লককে বন্টন করা হয়েছিল; তার মধ্যে ছিল ডেউচা-পাঁচামি কয়লাখনিও।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৬ সালের জানুয়ারি মাসে জয়দেব-কেঁদুলিতে এসে “ডেউচা-পাঁচামিতে কয়লাখনি প্রকল্প”-এর উদ্বোধন করেছিলেন। তিনি জানিয়েছিলেন, প্রকল্পে বিনিয়োগ হবে আনুমানিক ২০ হাজার কোটি টাকা। সেই সময় কয়লা মন্ত্রক কয়লা ব্লকে খনি গড়ে তোলার জন্য পশ্চিমবঙ্গ, বিহার, পঞ্জাব, উত্তরপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু ও শতদ্রু জলবিদ্যুৎ নিগমকে যৌথ ভাবে দায়িত্ব দিয়েছিল। অন্য রাজ্যগুলি না আগ্রহ না দেখানোয় একক ভাবে কয়লা উত্তোলনের দায়িত্ব পায় পশ্চিমবঙ্গ।