ফের গোয়েন্দা বিভাগের প্রশ্নের মুখে অর্জুন সিং

রাজনীতি রাজ্য

নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর: বিজেপি নেতা অর্জুন সিং কে ফের তলব গোয়েন্দা বিভাগের। ভাটপাড়া পৌরসভার জমি দুর্নীতি কাণ্ডে তলব ব্যারাকপুর পুলিশ কমিশনারের গোয়েন্দা বিভাগের। আর তলব শেষেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ প্রাক্তন সংসদ অর্জুন সিংয়ের। বারে বারে ইচ্ছাকৃতভাবে পুলিশ তলব করে হয়রানির অভিযোগ এনেছেন তিনি।
বললেন ‘মুখ্যমন্ত্রীর কোন কাজ নেই, তৃণমূলের নেতারা তৃণমূল নেতাকে খুন করছে, আবার আজকে মাদাতে খুন হয়েছে তৃণমূলের নেতা, সারা বাংলায় বিষাক্ত সেলাইন চলছে, হসপিটালে ফেয়ার প্রাইস শপে ২ নম্বরই ওষুধ বিক্রি হয় সেটা দেখার সময় নেই। রাজনীতির বিরোধী যারা আছে তাদেরকে পুলিশকে দিয়ে হ্যারাসমেন্ট করানোর জন্য বারে বারে নোটিশ পাঠানো হচ্ছে। প্রিয়াঙ্কু পান্ডে ২০১৬ সালে একটা বাড়ি করেছিল , সেই সময় পৌরসভা সিসি দিয়েছে, সেটা নাকি ইনলিগাল আছে সেই নিয়ে ডিডি অফিসে যাওয়ার নোটিশ দিয়েছে।

অদ্ভুত একটা পৌরসভা চলছে যেখানে চেয়ারম্যান নিজের সই করে না, পৌরসভার চেয়ারম্যানের ছেলে, মেয়েরা সই করে অর্ডার পাস করে, পৌরসভা অফিসটাকে কর্পোরেট অফিস বানিয়ে কোটি কোটি টাকা তছনছ করছে, বার্থ সার্টিফিকেট থেকে ডেট সার্টিফিকেট অব্দি পয়সা না দিলে পাওয়া যায় না, এলাকায় কোন পরিষ্কার পরিচ্ছন্ন নেই উন্নয়ন নেই সেটা দেখবে না। ২০১৮ সালে সিসি নেওয়ার পরে আজকে তার ইনকয়ারি শুরু হয়েছে। ১৭ তারিখে ডিডি অফিসে যাওয়ার এখনো ঠিক করিনি, উনি যখনই বলবেন তখনই আমাকে যেতে হবে এরকম কোন ব্যাপার নেই।’
এদিন মুখ্যমন্ত্রীকে সরাসরি চ্যালেঞ্জ করে তিনি বলেন, ‘আপনার যদি সৎ সাহস হয় তাহলে এই কেসটি ইডি, সিবিআইকে দিয়ে দিন না। এই কেসটা এদিকে দিয়ে দিন যদি আমরা চুরি করে থাকি তাহলে ধরবে’ এদিনের বক্তব্যে মুখ্যমন্ত্রী ছাড়াও গোটা তৃণমূলের বিরুদ্ধেই বিরক্তি প্রকাশ করেন প্রাক্তন সংসদ অর্জুন সিং।