নিউজ পোল ব্যুরো: ফের পুলিশের ওপর হামলা! রাজ্যে পর পর আক্রান্ত হচ্ছে পুলিশ কর্মী। এবার দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরে ধারালো অস্ত্রের কোপ পুলিশ কর্মীকে। অল্পের জন্য রক্ষা পেলেন নরেন্দ্রপুর থানার এসআই শান্তনু ব্যধ। তবে গুরুতরভাবে আহত হয়েছেন তিনি। ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানার গড়িয়ার আর্যনগর এলাকায়। বাকি পুলিশকর্মীরা এসে তাঁকে তড়িঘড়ি উদ্ধার করেন। ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে নরেন্দ্রপুর থানা এলাকার অন্তর্গত গড়িয়ার আর্যনগর এলাকায় শ্লীলতাহানির মামলায় অভিযুক্তদের ধরতে গেলে অভিযুক্তরা চড়াও হন পুলিশকর্মীর ওপর। ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় এসআই শান্তনু ব্যধকে। বাকি পুলিশকর্মীরা এসে তাঁকে কোনমতে উদ্ধার করেন। তিন অভিযুক্তকে গ্রেফতার করে বারুইপুর থানার পুলিশ।
ধৃতরা হলেন, নীলরতন পাল, সৌম্য পাল এবং শ্যামল পাল। ২০২২ সালের শ্লীলতাহানির মামলায় আদালতে হাজির না হওয়ায় ওয়ারেন্ট ইস্যু হয়। সেই ঘটনার তদন্তে নেমেই বুধবার রাতে গড়িয়ার আর্য নগর এলাকায় হানা দেয়, নরেন্দ্রপুর থানার পুলিশ। ধৃতদের অভিযোগ, মধ্যরাতে আচমকাই বাড়িতে হানা দেওয়ার অভিযোগে পুলিশের ওপর হামলা করা হয়েছে। পাশাপাশি মারধর ও সিসিটিভি তার কেটে নেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।
উল্লেখ্য, উত্তর দিনাজপুরের গোয়ালপোখরেই বুধবার পুলিশকে লক্ষ করে গুলি চালানোর অভিযোগ ওঠে পাশাপাশি ওই দিনই মুর্শিদাবাদের ডোমকলেও এক পুলিশ অফিসারকে কোপ মেরে পালিয়েছে দুষ্কৃতী। অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে পরপর এমন ঘটনায় পুলিশ মহলে তৈরি হয়েছে চাঞ্চল্য। যা নিয়ে এদিন কড়া বার্তা দিয়েছে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার।