Mohun Bagan Club: এজিএম ঘিরে রণক্ষেত্র সবুজ-মেরুন শিবির

কলকাতা ক্রীড়া শহর

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বার্ষিক সাধারণ সভা ঘিরে তুলকালাম পরিস্থিতি মোহনবাগান ক্লাবে (Mohun Bagan Club) । চলে দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি। আসন্ন নির্বাচন নিয়েই এই ঝামেলা হয়েছে বলে জানা গিয়েছে। গোটা ঘটনা ঘিরে পরিস্থিতি উত্তপ্ত।

Breakfast Tips: সুস্থ থাকতে সকালে এড়িয়ে চলুন এই সাধারণ ভুলগুলো

এদিন ক্লাবের বর্তমান কার্যকরী সমিতির বার্ষিক সাধারণ সভা ছিল। দলে দলে হাজির হতে থাকেন সমর্থকরা। দুপুর ৩ টা থেকে শুরু হয় এজিএম। এজিএম শুরু হতেই মোহনবাগানের বার্ষিক সাধারণ সভায় কবে নির্বাচন হবে সেই নিয়ে প্রশ্ন ওঠে। মোহনবাগান ক্লাবের (Mohun Bagan Club) বর্তমান সচিব দেবাশীষ দত্তের কাছে দ্রুত নির্বাচনের দাবি জানান প্রাক্তন সচিব সৃঞ্জয়। কিন্তু বর্তমান সচিব নির্বাচন পরে হবে বলে জানান। দুজনেই দুজনের পক্ষে কথা বলেন। তখনই শুরু হয় গন্ডগোল। একে ওপরের দিকে চেয়ার নিয়ে তেড়ে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ঝামেলা মেটাতে এগিয়ে আসেন সহ সভাপতি কুণাল ঘোষ। ঝামেলা চলাকালীন কিছু সমর্থক বাইরে বেরিয়ে যান। তাঁরা জানান, ‘মোহনবাহান ক্লাব মন্দিরের সমতুল্য, এখানে অশান্তি করা উচিত না।’

https://www.facebook.com/share/p/14ntxvWaWn/

উল্লেখ্য, ২০২২ সালে মোহনবাগানে কোনো ভোট হয়নি। তাই বিরোধী দল মনোনয়ন জমা দিতে পারেনি। তবে এই আবহে এবার গুঞ্জন সৃষ্টি ভোট নিয়ে। এই ঘটনায় সবুজ মেরুন শিবিরের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি।

https://www.youtube.com/@newspolebangla

বার্ষিক সাধারণ সভা ঘিরে তুলকালাম পরিস্থিতি মোহনবাগান ক্লাবে (Mohun Bagan Club) । চলে দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি। আসন্ন নির্বাচন নিয়েই এই ঝামেলা হয়েছে বলে জানা গিয়েছে। গোটা ঘটনা ঘিরে পরিস্থিতি উত্তপ্ত।