নিজস্ব প্রতিনিধি: কলকাতায় শীতের আমেজ আরও খানিকটা বাড়ল। তাপমাত্রার পতনের কারণে শহরের বাসিন্দারা শীতের অনুভূতি আরও বেশি করে উপভোগ করছেন। একদিকে পারদ নেমেছে, অন্যদিকে সকালের দিকে কুয়াশা ঢাকা শহরের পরিবেশে যোগ করছে শীতের বাড়তি রোমাঞ্চ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এই শীতের আমেজ আগামী কয়েক দিন বজায় থাকবে।
রবিবার কলকাতায় ফের নামল পারদ। শহরের সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১৪.৮ ডিগ্রিতে। শনিবার যেখানে তাপমাত্রা ছিল ১৫.২ ডিগ্রি, সেখানে রবিবার আরও কিছুটা হ্রাস পেয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৫ ডিগ্রি। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫২ থেকে ৮৯ শতাংশের মধ্যে ঘোরাফেরা করেছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির কোন সম্ভাবনা নেই। তবে, সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতেও এই কুয়াশার প্রভাব দেখা যাবে। পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে কুয়াশার ঘনত্ব কিছুটা বেশি থাকবে।
উত্তরবঙ্গে মাঝারি থেকে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরের জেলাগুলোতে দৃশ্যমানতা কমে ২০০ মিটারের নিচে নেমে আসতে পারে। তবে, আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে উত্তরবঙ্গের তাপমাত্রায় বড় কোন পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। বৃষ্টির পূর্বাভাসও নেই।
২২ জানুয়ারি থেকে নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে উত্তর-পশ্চিম ভারতে। এর প্রভাব সিকিমের আবহাওয়ায় কতটা পড়বে, তার ওপর নির্ভর করছে উত্তরবঙ্গের পরিস্থিতি। আপাতত, সকালে হালকা কুয়াশা এবং দিনের বেলায় পরিষ্কার আকাশের পূর্বাভাস রয়েছে। সামান্য উর্ধ্বমুখী হলেও শুক্রবার পর্যন্ত তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। সকাল-সন্ধ্যা শীতের আমেজ বজায় থাকবে। জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা না থাকলেও শীতের আমেজ অব্যাহত থাকবে দক্ষিণবঙ্গে।
তামিলনাড়ু, পুদুচেরি এবং করাইকালে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হিমাচল প্রদেশ এবং রাজস্থানে শীতল দিনের পরিস্থিতি বজায় রয়েছে। পঞ্জাব, হরিয়ানা, এবং চণ্ডীগড়ে ঘন কুয়াশার চাদরে ঢেকে থাকার সম্ভাবনা রয়েছে। পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, রাজস্থান, হিমাচল প্রদেশ, এবং উত্তরপ্রদেশের অধিকাংশ এলাকাতেই ঘন কুয়াশার প্রভাব থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।