Himachal Pradesh: প্যারাগ্লাইডিংয়ে দুর্ঘটনা, মৃত ২ পর্যটক

দেশ

নিউজ পোল ব্যুরো: হিমাচল প্রদেশে (Himachal Pradesh) প্যারাগ্লাইডিংয়ের মতো অ্যাডভেঞ্চার স্পোর্টস একদিকে যেমন পর্যটকদের আকর্ষণ করে, তেমনি অন্যদিকে নিরাপত্তা নিয়েও উদ্বেগ সৃষ্টি করেছে। গত কয়েক বছরে হিমাচল প্রদেশের বিভিন্ন স্থান থেকে নানা দুর্ঘটনার খবর শোনা গিয়েছে এবং সম্প্রতি দুটি মৃত্যুর খবর আসাতে এখানকার সুরক্ষা নিয়েও প্রশ্ন উঠেছে।

Breakfast Tips: সুস্থ থাকতে সকালে এড়িয়ে চলুন এই সাধারণ ভুলগুলো

গত বৃহস্পতিবার হিমাচল প্রদেশের (Himachal Pradesh) দুই জেলা কাংড়া এবং কুলুতে পর পর দুটি প্যারাগ্লাইডিং দুর্ঘটনায় দুটি পর্যটকের মৃত্যু হয়। প্রথম দুর্ঘটনাটি ঘটে কাংড়ার ধর্মশালা থেকে কিছুটা দূরে ইন্দ্রুনাগে, যেখানে প্যারাগ্লাইডিং করার সময় প্যারাশুট বেসামাল হয়ে পড়ে এবং এর ফলে মৃত্যু হয় গুজরাতের বাসিন্দা ভবসর খুশির। এই দুর্ঘটনায় পাইলটও গুরুতর আহত হন এবং বর্তমানে তান্ডা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন রয়েছেন।

https://www.facebook.com/share/p/14ntxvWaWn/

এরপর, কয়েক ঘণ্টার মধ্যে কুলুতে ঘটে আরেকটি ভয়াবহ দুর্ঘটনা। এখানে প্যারাগ্লাইডিং করার সময় আকাশে অন্য একটি প্যারাগ্লাইডারের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয় তামিলনাড়ুর বাসিন্দা জয়েশ রামের। এই দুর্ঘটনায় পাইলট অশ্বিনী কুমার গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। সংঘর্ষের পর হাওয়ার গতি বেশ তীব্র ছিল, ফলে পাইলট প্যারাশুটটি নিয়ন্ত্রণ করতে পারেননি। প্রায় ১০০ ফুট উচ্চতা থেকে প্যারাগ্লাইডারটি নীচে আছড়ে পড়ে, যার ফলস্বরূপ ঘটনাস্থলেই মৃত্যু হয় জয়েশের।

https://www.youtube.com/@newspolebangla

এটিই প্রথম নয়, এ মাসের শুরুর দিকে মানালিতে আরও একটি প্যারাগ্লাইডিং দুর্ঘটনায় একজন পর্যটকের মৃত্যু হয়েছিল। একের পর এক দুর্ঘটনার পর, বিশেষজ্ঞরা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছেন। বার বার ঘটে চলা এসব দুর্ঘটনা নিয়ে প্রশ্ন উঠছে যে, অনেক পর্যটকই কী সঠিক প্রশিক্ষণ ছাড়া প্যারাগ্লাইডিং করছেন। এর ফলে, এই অ্যাডভেঞ্চার স্পোর্টসের নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।