নিজস্ব প্রতিনিধি, হাওড়া: গোপন সূত্রের খবর পেয়ে অভিযান চালিয়ে হাওড়ায় উদ্ধার বিপুল পরিমাণ চোলাই মদ। হাওড়ার ডোমজুড় থানা এলাকা থেকে বিপুল পরিমাণ চোলাই মদ সহ গ্রেফতার করা হল দু’জনকে।
গোপন সূত্রে খবর পেয়ে বৃ্হস্পতিবার ডোমজুড়ের সরস্বতী সেতুর কাছে একটি চারচাকা গাড়ি ধাওয়া করে ১৬নং জাতীয় সড়কের কোলাঘাটমুখী লেনে গাড়িটিকে আটকানো হয়। এরপরেই হাওড়া পুলিশের গোয়েন্দা বিভাগ অভিযান চালিয়ে গাড়ি থেকে উদ্ধার করে ৬১৫ লিটার চোলাই মদ। উদ্ধার হওয়া চোলাই মদের বাজার মূল্য কয়েক লক্ষ টাকা।
পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে একজনের বাড়ি হল হুগলির চণ্ডীতলায়, নাম স্বপন অধিকারী ও অপরজন সাঁকরাইলের বাসিন্দা বাসুদেব লাহা। তাঁদেরকে এরই মধ্যে গ্রেফতার করেছে পুলিশ।