East Burdwan: ছুরি দিয়ে আঘাত হাসপাতালের কর্মীকে

অপরাধ জেলা রাজ্য

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান:- পূর্ব বর্ধমানের (East Burdwan) মানকর গ্রামীণ হাসপাতালে শুক্রবার দুপুরে ঘটে এক চাঞ্চল্যকর ঘটনা। হাসপাতালের মহিলা গ্রুপ-ডি কর্মী দীপ্তি কোনার চৌধুরীকে আচমকা ছুরি দিয়ে আঘাত করে গুরুতর জখম করে দুষ্কৃতীরা। এই ঘটনায় হাসপাতালে আতঙ্ক ছড়িয়েছে। শুক্রবার দুপুরে, মানকর গ্রামীণ হাসপাতালের আবাসনে ঢুকে দুই দুষ্কৃতী দীপ্তি কোনার চৌধুরীর গলায় ধারালো অস্ত্রের কোপ মারে। গুরুতর আহত অবস্থায় দীপ্তিকে প্রথমে পূর্ব বর্ধমানের (East Burdwan) মানকর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

Breakfast Tips: সুস্থ থাকতে সকালে এড়িয়ে চলুন এই সাধারণ ভুলগুলো

দীপ্তির স্বামী উত্তম চৌধুরীর মতে, চুরির উদ্দেশ্যেই দুষ্কৃতীরা আবাসনে প্রবেশ করেছিল। কিন্তু দীপ্তি বাধা দিতে গেলে তাঁকে আঘাত করা হয়। এই ঘটনায় হাসপাতালের অন্যান্য কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হাসপাতালের নার্স ও চিকিৎসকেরা নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। দীপ্তির পরিবারের অভিযোগ, হাসপাতালের আবাসনে কোন সুরক্ষার ব্যবস্থা নেই। উত্তম চৌধুরী আরও জানান, হাসপাতালের আবাসনের অবস্থা অত্যন্ত শোচনীয়। এই পরিস্থিতিতে তিনি হাসপাতাল থেকে দূরে একটি বাড়ি তৈরি করছেন এবং শুক্রবার দুপুরে সেই কাজ দেখতে গিয়েছিলেন। তাঁর অনুপস্থিতির সুযোগে দুষ্কৃতীরা এই ঘটনা ঘটায়।

https://www.facebook.com/share/p/14ntxvWaWn/

খবর পেয়ে বুদবুদ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তে অনুমান, চুরি করতে গিয়েই এই হামলা চালানো হয়েছে। এমন ঘটনা হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে। আহত দীপ্তি কোনার চৌধুরী বর্তমানে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ দ্রুত অপরাধীদের গ্রেফতার করার আশ্বাস দিয়েছে।