নিজস্ব প্রতিনিধি, হুগলি : ত্রিবেনী বিটিপিএস থেকে ছাই নিয়ে ফেরার সময় বাঁশবেড়িয়ার কাছে গঙ্গায় ডুবে গেল বাংলাদেশী কার্গো জাহাজ এমভি বছিরউদ্দিন কাজি।
দিন কয়েক আগে ব্যান্ডেল থার্মাল পাওয়ার স্টেশনের ছাইগাদা থেকে ছাই নিতে আসে বাংলাদেশী এই কার্গো জাহাজটি। দেশে ফেরার সময় এই ঘটনা। জাহাজের কর্মীরা জানান, জাহাজের তলায় কোন কিছুতে ধাক্কা লাগার মতো একটা শব্দ হয়, ধীরে ধীরে জল ঢুকতে থাকে। একটা দিক কাত হয়ে যায়। চালকের কেবিন ছাড়া অনেকটাই ডুবে যায়। বিপদ বুঝে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে জাহাজের কর্মীরা। ভাঁটাতে জল কমায় কিছুটা অংশ জেগে ওঠে। তারপর ছাই খালি করে জাহাজের ওজন কমানোর চেষ্টা করা হয়।সন্দেশখালি থেকে শ্রমিক নিয়ে এসে কাজ চলছে।
জানা গেছে সপ্তাহ খানেক লাগতে পারে সব ছাই খালি করতে। তারপর জাহাজ মেরামত করে বাংলাদেশ ফিরতে পারে জাহাজটি।
স্থানীয় বাসিন্দা প্রমিত দাস বলেন, ‘ত্রিবেণী থেকে ছাই নিয়ে আসছিল। ৮-১০ দিন ধরে ডুবে রয়েছে। কিছু সমস্যা হওয়ায় আটকে গেছে ।জোয়ারে জল উঠলে ডুবে যাচ্ছে আবার ভাঁটা হলেই দেখা যাচ্ছে। মোটর লাগিয়ে খালি করা হচ্ছে।’
কার্গো জাহাজের এক কর্মী জানান, ‘#BTPS থেকে ছাই নিয়ে জাহাজটি আসছিল সেই সময় নিচে কোথাও ধাক্কা লেগে লিক হয়ে যায় জল ঢুকে জাহাজ কাত হয়ে যায়। কিছুটা মোটর লাগিয়ে খালি করা হচ্ছে, আবার কিছুটা তুলে নিয়ে যাওয়া হয়েছে। লঞ্চটি বাংলাদেশের কিন্তু আমরা এজেন্সির মাধ্যমে সন্দেশখালি থেকে এসেছিলাম।’