নিউজ পোল ব্যুরো: মুম্বইয়ের আর্নালা সমুদ্রসৈকতে এক তরুণীর ধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাথমিকভাবে প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের হলেও পরবর্তী সময় গোটা ঘটনায় তৈরী হয় ধোঁয়াশা। সূত্রের খবর, ২০ বছর বয়সী ওই তরুণী মহারাষ্ট্রের পালঘরের বাসিন্দা। গত মঙ্গলবার তিনি ট্রেনে চেপে মুম্বই পৌঁছান। সেখানে তাঁর প্রেমিকের সঙ্গে রাত কাটানোর পরিকল্পনা ছিল। কিন্তু সঙ্গে কোন পরিচয়পত্র না থাকার কারণে হোটেল বুক করতে ব্যর্থ হন তাঁরা। এরপর দুজন আর্নালা সমুদ্রসৈকতে যান।
পুলিশের প্রাথমিক অনুমান, ওই সমুদ্রসৈকতে ধর্ষণের ঘটনা ঘটে। তারপর প্রেমিক, যিনি পেশায় একজন অটোচালক, ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তরুণীও কোনমতে মুম্বইয়ের রাম মন্দির রেল স্টেশন পর্যন্ত পৌঁছান। ঘটনার কথা বাড়িতে জানাজানি হয়ে গেলে বাবা মায়ের বকাবকি শুনতে হতে পারে- এই ভেবে আতঙ্কিত হয়ে পড়েন ওই তরুণী। সেই ভয় থেকে নিজের যৌনাঙ্গে সার্জিক্যাল ব্লেড এবং পাথর ঢুকিয়ে ফেলেন। এর ফলে প্রচন্ড যন্ত্রনা ও রক্তক্ষরণ শুরু হয়।
তরুণী পরে নিজেই পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। পুলিশ প্রথমে ধর্ষণের মামলা দায়ের করে এবং শুক্রবার ওই অটোচালককে গ্রেফতার করে। পরে চিকিৎিসকেরা তরুণীর শরীর থেকে ব্লেড ও পাথর বের করতে সক্ষম হয়েছেন। তবে পুলিশের তদন্তে উঠে এসেছে ভিন্ন তথ্য। তরুণী বারবার ভিন্ন কথা বলে পুলিশকে বিভ্রান্ত করছেন। পুলিশের অনুমান, ওই তরুণীর মানসিক সমস্যা থাকতে পারে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।