Sourav Ganguly: মহারাজের বায়োপিকে কোন অভিনেতা?

কলকাতা ক্রীড়া পেজ 3

নিউজ পোল ব্যুরো : সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) বায়োপিকে সৌরভের ভূমিকায় কে অভিনয় করবে তা নিয়ে নানা জল্পনা চলছিল অনেকদিন ধরে। কিছুদিন আগে শোনা যাচ্ছিল, আয়ুষ্মান খুরানাকে মহারাজের ভূমিকায় দেখা যাবে। সেই তালিকায় যোগ হয় রণবীর কাপুর ও যীশু সেনগুপ্তের নাম। কিন্তু সেই জল্পনায় জল ঢেলে দিলেন স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) । সূত্রের খবর, সৌরভের বায়োপিকে মুখ্য অভিনয় করবেন স্ত্রী-২ খ্যাত রাজকুমার রাও।

গত ২২ জানুয়ারী ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের টি-২০ ম্যাচে ইডেনে উপস্থিত ছিলেন সৌরভের বায়োপিকের প্রযোজক ‘লাভ ফিল্মস’-এর কর্ণধার অঙ্কুর গর্গ ও লাভ রঞ্জন, সঙ্গে ছিলেন পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানি। সেইসময় তাঁরা এই ছবির বিষয়ে আলোচনা করেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। গত আড়াই বছর ধরে কলকাতার বেশ কয়েকবার এসেছেন দুই প্রযোজক। সৌরভের এই বায়োপিকের ক্ষেত্রে বড়ো ভূমিকা রয়েছে তাঁর বাল্যবন্ধু সঞ্জয় দাসের।

Summer Tips: সস্তায় পুষ্টি? দিদিমার পুরনো কৌশলেই মিলবে সমাধান

সঞ্জয় দাস সংবাদমাধ্যমকে জানান, ‘সৌরভের বায়োপিকে অভিনেতা রাজকুমার রাওয়ের অভিনয় করার সম্ভবনা রয়েছে। বায়োপিকের কাজ দ্রুত এগোচ্ছে। সময়মতো নাম ঘোষণা করে দেবে প্রযোজক সংস্থা।’ এর আগে শোনা গিয়েছিল রণবীর কাপুরকে সৌরভের বায়োপিকে অভিনয় করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তিনি সময় দিতে পারবেন বলে জানিয়ে দেন। এরপর শোনা যায়, অভিনেতা আয়ুষ্মান খুরানার নাম। এরপর উঠে এলো রাজকুমার রাওয়ের নাম।

https://www.facebook.com/share/p/14ntxvWaWn/

সূত্রের খবর, সৌরভ অনেক সতীর্থ ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছেন। সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, ভি ভি এস লক্ষ্মণ এর মতো তারকাদের চরিত্র থাকবে এই ছবিতে। স্টিভ ওয়াকে টসের জন্য দাঁড় করিয়ে রাখার কাহিনী বা গ্রেগ চ্যাপেলের সঙ্গে ঝামেলা নিয়ে অনেক কথাই উঠে আসবে এই বায়োপিকে এমনটাই আশা করছেন সৌরভের ফ্যানরা। ভারতীয় ক্রিকেটে অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের সবচেয়ে বড় অবদান, তরুণ ক্রিকেটারদের তুলে আনা। নানা ঝড়-ঝাপ্টার মধ্যেও তাঁদের পাশে দাঁড়ানো। তাই বীরেন্দ্র সেহওয়াগ, যুবরাজ সিং, হরভজন সিং বা মহম্মদ কাইফের মতো সেই সময়কার তরুণ তুর্কিদের সঙ্গেও কথা বলা হয়ে গিয়েছে।