ইতিহাসে আজকের দিন

ইতিহাস

বিশ্বব্যাপী প্রতিদিন ঘটছে নানা ঘটনা। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। আজ শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫। এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিন সহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

১৮৭১ – জার্মানির চিকিৎসক হানসেন কুষ্ঠ রোগের জীবাণু আবিষ্কার করেন।
১৮৯০ – নেলি ব্লে তার বিশ্বভ্রমণ শেষ করেন, সময় লেগেছিল ৭২ দিন।
১৮৯৯ – প্রথম রেডিও প্রস্তুতকারী কোম্পানি চালু হয়।
১৯১৫ – আলেকজান্ডার গ্রাহামবিল ইউএস ট্রান্সকন্টিনেন্টাল টেলিফোন সার্ভিস উদ্বোধন করেন। নিউ ইয়র্ক থেকে কথা বলেন সানফ্রান্সিসকোতে টমাস ওয়াস্টনের সঙ্গে।
১৯৪৮ – সত্যেন্দ্রনাথ বসু কলকাতায় বঙ্গীয় বিজ্ঞান পরিষদ প্রতিষ্ঠা করেন।
১৯৫০ – ভারতের নির্বাচন কমিশন গঠিত হয়।
১৯৭৫ – চতুর্থ সংশোধনী পাস করে বাংলাদেশে সংসদীয় পদ্ধতির বদলে রাষ্ট্রপতি পদ্ধতির সরকার কায়েম হয় ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন।

জন্মদিন:
১৮২৪ – মাইকেল মধুসূদন দত্ত – বাঙালি কবি ও নাট্যকার।
১৮৫০ – অর্ধেন্দুশেখর মুস্তফি বাঙালি অভিনেতা, নাট্য লেখক এবং মঞ্চ ব্যক্তিত্ব।
১৮৫৬ – অশ্বিনীকুমার দত্ত, বাঙালি রাজনীতিবিদ, সমাজসেবক এবং লেখক।
১৮৬৩ – মানকুমারী বসু বাংলার সর্বজনবিদিত অন্যতম মহিলা কবি ও লেখিকা।
১৮৭৪ – সাহিত্যিক ও নাট্যকার সমারসেট মম।
১৮৮২ – বিখ্যাত ইংরেজ মহিলা কথাশিল্পী ভার্জিনিয়া উলফ।
১৮৮৪ – রাধাকুমুদ মুখোপাধ্যায় , ভারতীয় বাঙালি ইতিহাসবিদ, জাতীয়তাবাদী ব্যক্তিত্ব।
১৯৫৮ – কবিতা কৃষ্ণমূর্তি, ভারতীয় তামিলভাষী নেপথ্য সঙ্গীতশিল্পী।

মৃত্যুদিন :
১৮৬৮ – রামগোপাল ঘোষ, ইয়ং বেঙ্গল গ্রুপের নেতা, সফল ব্যবসায়ী, বাগ্মী ও সমাজ সংস্কারক।
১৯৫৪ – মানবেন্দ্র নাথ রায়, ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা।
১৯৭৯ – অনন্ত সিং, চট্টগ্রাম অস্ত্রাগার আক্রমণের অন্যতম নায়ক এবং রাজনীতিবিদ।
২০২১ – বাংলাদেশ নৌবাহিনীর প্রথম নৌপ্রধান ক্যাপ্টেন নুরুল হক।