বাঁদরের আক্রমণে মৃত দশম শ্রেণির ছাত্রী

দেশ

নিউজ পোল ব্যুরো: বিহারের সিওয়ান জেলায় ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। বাঁদরের দলের আক্রমণে ছাদ থেকে পড়ে মারা গেল দশম শ্রেণির এক ছাত্রী। ছাদ থেকে পড়ে গিয়ে মাথার পেছন দিকে চোট লাগে তার। যার ফলে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়। মৃতার নাম প্রিয়া কুমার।

প্রত্যক্ষদর্শীদের মতে, প্রিয়া সেদিন ছাদে বসে পড়াশোনা করছিল। হঠাৎই বাঁদরের একটি দল সেখানে উপস্থিত হয়ে তাণ্ডব শুরু করে। তারা মেয়েটিকে বিরক্ত করতে থাকে। আতঙ্কিত প্রিয়া বাঁদরদের হাত থেকে বাঁচার চেষ্টা করতে করতে ছাদে দৌড়োদৌড়ি শুরু করে। কোনমতে সিঁড়ির কাছে পৌঁছনোর চেষ্টা করলেও একটি বাঁদর তার ঘাড়ে লাফিয়ে পড়ে এবং ধাক্কা মারে। এতে প্রিয়া ভারসাম্য হারিয়ে ছাদ থেকে নিচে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা জানান, মাথার পেছনের দিকে গুরুতর চোট এবং অতিরিক্ত রক্তক্ষরণই তার মৃত্যু হয়েছে।

প্রিয়ার পরিবারের লোকজন ময়নাতদন্তে রাজি হয়নি এবং কোনও অভিযোগ দায়েরও করেনি। ভগবানপুর থানার আধিকারিক সুজিত কুমার চৌধুরী জানান, পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তদন্ত চালিয়েছে। স্থানীয় গ্রামবাসীরা জানিয়েছেন, ওই এলাকায় বাঁদরের দল প্রায়শই উপদ্রব চালায় এবং এমন ঘটনার শিকার এর আগেও কেউ কেউ হয়েছেন। প্রিয়ার মর্মান্তিক মৃত্যু গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। বাঁদরের দৌরাত্ম্য নিয়ন্ত্রণে কোনও উদ্যোগ নেওয়া হবে কি না, তা নিয়ে প্রশাসনের তরফে এখনও কোনও মন্তব্য করা হয়নি।