নিউজ পোল স্পোর্টস ব্যুরো : ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নতুন রূপে সেজে উঠেছে লাহোরের ঐতিহাসিক গাদ্দাফি স্টেডিয়াম। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এই টুর্নামেন্ট আয়োজনের জন্য স্টেডিয়ামটিকে আধুনিক সুযোগ-সুবিধার সঙ্গে উন্নত করার কাজ শেষ করেছে। স্টেডিয়ামের এই নতুন সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য গদ্দাফি স্টেডিয়ামের সংস্কার প্রকল্পে বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নতুন ফ্লাডলাইট বসানো হয়েছে, গ্যালারির আসনবিন্যাস করা হয়েছে আরও সুবিধাজনকভাবে, এবং পিচ ও আউটফিল্ডের মান উন্নত করা হয়েছে। এছাড়া, প্লেয়ারদের জন্য নতুন ড্রেসিং রুম, মিডিয়া বক্স এবং প্রিমিয়াম হসপিটালিটি সুবিধা যোগ করা হয়েছে।
পিসিবি সূত্রে খবর, এই সংস্কারের ফলে গদ্দাফি স্টেডিয়াম আন্তর্জাতিক মানের ভেন্যু হিসেবে আরও উন্নত হবে এবং ক্রিকেটপ্রেমীদের জন্য একটি অসাধারণ অভিজ্ঞতা দেবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে গদ্দাফি স্টেডিয়ামের নবায়ন কাজের উদ্বোধন করবেন। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পিসিবি-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা, জাতীয় দলের খেলোয়াড়রা এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। উদ্বোধনের পাশাপাশি, স্টেডিয়ামের নতুন সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত জানানো হবে।
পিসিবি-এর এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেন, ‘গদ্দাফি স্টেডিয়াম পাকিস্তানের ক্রিকেট ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড়ো মাপের টুর্নামেন্ট আয়োজনের জন্য আমরা স্টেডিয়ামকে সম্পূর্ণ নতুন রূপে সাজিয়েছি।’ ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা দেশটির জন্য একটি বড় সম্মান। এর আগে ২০০৯ সালের পর কোন বড় আইসিসি টুর্নামেন্ট পাকিস্তানে আয়োজিত হয়নি। এই টুর্নামেন্টকে কেন্দ্র করে গদ্দাফি স্টেডিয়াম ছাড়াও করাচি ও রাওয়ালপিন্ডির স্টেডিয়াম সংস্কার করা হচ্ছে।
পিসিবি আশা করছে এই টুর্নামেন্ট সফলভাবে আয়োজন করা গেলে ভবিষ্যতে আরও বড়ো বড়ো ক্রিকেট টুর্নামেন্ট পাকিস্তানে আয়োজনের পথ সুগম হবে। গদ্দাফি স্টেডিয়ামের আধুনিকীকরণ পাকিস্তানের ক্রিকেট অবকাঠামোর উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সব প্রস্তুতি সম্পন্ন হওয়ায়, পাকিস্তান এখন আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত। এখন দেখার বিষয়, এই ঐতিহাসিক আসর কেমন জমে ওঠে!