শুরু অভিনয় !

কলকাতা বিনোদন

নিউজ পোল বিনোদন ব্যুরো:- টলিউডের স্ট্যুডিওপাড়া সম্প্রতি কিছুদিন ধরেই স্তব্ধ হয়ে পড়েছিল। শুটিং বন্ধ থাকায় সিনেমা ও ধারাবাহিক নির্মাণে সৃষ্টি হয়েছিল অচলাবস্থা। অবশেষে সেই অচলাবস্থা কেটে টলিপাড়া ফিরতে চলেছে তার নিজের রূপেই। পরিচালক-প্রযোজক ও সংশ্লিষ্ট মহলের আলোচনার পর নতুন করে শুটিং শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে আবার প্রাণ ফিরে পাচ্ছে টলিপাড়ার ফিল্ম স্টুডিওগুলি। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, জয়দীপ মুখোপাধ্যায় ও শ্রীজিৎ রায় সহ ফেডারেশনের একাংশ কেন পরিচালকদের শুটিং বন্ধ করেছেন, তা ফেডারেশনের কাছে জানতে চেয়ে টলিপাড়ার পরিচালক সংগঠন বৃহস্পতিবার একটি বৈঠকের আহ্বান জানিয়েছিলেন। সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় শুক্রবার থেকে শুটিং ফ্লোরে যাবেন না পরিচালকরা। তবে পরিচালক সংগঠন চান না যে শুটিং বন্ধ হোক, তাই পরিচালক ছাড়া যদি ধারাবাহিক, সিরিজ ও ছবির কাজ চলতে পারে তো চলুক।

টলিউড ইন্ডাস্ট্রির শুটিং বন্ধ থাকার মূল কারণ ছিল একাধিক সমস্যার সমাহার। আর্টিস্ট ফোরাম ও টেকনিশিয়ান সংগঠনের মধ্যে মতবিরোধ, পারিশ্রমিক সংক্রান্ত জটিলতা, ফিল্ম ফেডারেশনের নতুন নীতিমালা, ইন্ডাস্ট্রির বিভিন্ন ইউনিটের সমস্যাগুলো নিয়ে বেশ কিছুদিন ধরেই অস্থিরতা চলছিল। এর ফলে একের পর এক সিনেমা ও ধারাবাহিকের শুটিং স্থগিত হয়ে যায়, যার ফলে চরম সঙ্কটের মুখে পড়েন হাজার হাজার কলাকুশলী থেকে শুরু করে অনেকেই। শুটিং বন্ধ থাকায় বহু নির্মাতা তাঁদের প্রকল্প স্থগিত রেখেছিলেন। ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস শুক্রবার এসে পরিদর্শন করে গিয়েছেন। সূত্রের খবর, শুক্রবার গভীর রাত পর্যন্ত পরিচালকদের বৈঠক চলে। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় শনিবার থেকে কর্মবিরতি সরিয়ে ফ্লোরে ফিরবেন কলাকুশলীরা।

পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ও নিজের নতুন সিনেমার শুটিং শুরু করতে চলেছেন। তাঁর বহু প্রতীক্ষিত নতুন প্রজেক্ট, যেটি নিয়ে ইতিমধ্যেই ব্যাপক আলোচনা চলছে, সেটির শুটিং আগামী সপ্তাহ থেকেই শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সূত্রের খবর, আগামী সোমবার থেকে শ্রীজিৎ রায়ের টিম শুটিং ফ্লোরে নামবে। যদিও সিনেমার নাম এখনও অফিসিয়ালি ঘোষণা করা হয়নি, তবে ইন্ডাস্ট্রির গুঞ্জন অনুযায়ী, এটি একটি থ্রিলার ঘরানার ছবি হতে চলেছে। শুধু শ্রীজিৎ নন, অন্যান্য পরিচালকরাও ধীরে ধীরে তাঁদের কাজ শুরু করছেন। কিছু জনপ্রিয় ধারাবাহিকের শুটিং এরমধ্যেই শুরু হয়েছে, আর কিছু নতুন সিনেমার কাজও দ্রুত শুরু হবে বলে জানা যাচ্ছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায় সহ আরও অনেক তারকা তাঁদের পরবর্তী প্রজেক্টের জন্য প্রস্তুতি নিচ্ছেন।

শুটিং ফ্লোর বন্ধ থাকার কারণে বহু কলাকুশলী আর্থিক সমস্যার মুখে পড়েছিলেন। লাইটম্যান, স্পটবয়, মেকআপ আর্টিস্ট, কস্টিউম ডিজাইনার থেকে শুরু করে টেকনিশিয়ানদের অনেকেই দীর্ঘদিন ধরে কর্মহীন অবস্থায় ছিলেন। তবে এবার সেই সঙ্কট কিছুটা কেটেছে। স্টুডিওপাড়ায় শুটিং শুরু হওয়ায় আবার আগের মতো ব্যস্ততা ফিরে আসবে বলে আশা করা হচ্ছে। সিনেমাহল ও ওটিটি প্ল্যাটফর্মের জন্য নতুন নতুন কনটেন্ট তৈরী করা হবে, যা দর্শকদের জন্যও সুখবর। টলিউডের শুটিং ফের শুরু হওয়ায় পুরো ইন্ডাস্ট্রিই স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। সবাই চাইছেন, আর যেন কোনো সমস্যার কারণে ইন্ডাস্ট্রির কাজ বন্ধ না হয়। পরিচালক থেকে শুরু করে কলাকুশলীরা আবারও নিজের জায়গায় ফিরতে পারায় এখন টলিপাড়ায় আশার আলো দেখা যাচ্ছে সকলেই।