East Bengal: পাঞ্জাবের বিরুদ্ধে ফিরছেন রিচার্ড-জিকসন? সত্যিটা জানালেন লাল-হলুদ কোচ

ক্রীড়া ফুটবল

নিউজ পোল স্পোর্টস ব্যুরো: একটা জয়ই সমস্তটা বদলে দিতে পারে এক লহমায়। বদ্ধ ঘরে নিয়ে আসতে পারে একরাশ দমকা হাওয়া। মহামেডান স্পোর্টিংকে ৩-১ হারানোর ইস্টবেঙ্গলের (East Bengal) অন্দরমহলে এই মুহূর্তে চলছে সেই পর্যায়ই। গোটা দল বেশ চমমনে। আগামী ম্যাচে পাঞ্জাবকে হারানোর পাশাপাশি প্লে-অফে যাওয়ার আশাও ছাড়ছে না তারা।

আরও পড়ুনঃ Milind Rege: প্রয়াত প্রাক্তন অধিনায়ক, পুরনো সতীর্থকে হারিয়ে শোকাহত গাভাস্কার

রবিবার মহামেডানকে হারানোর সুবাদে লিগ টেবিলের একাদশতম স্থানেই রয়েছে লাল-হলুদ বাহিনী। ২০ ম্যাচে ২১ পয়েন্ট সংগ্রহ করেছে তারা। অঙ্কের বিচারে এখনও প্লে অফে পৌঁছতে পারেন অস্কার ব্রুঁজো’র (Oscar Bruzon) ছেলেরা। গোটা দলকে দেখে এই মুহূর্তে মনে হচ্ছে, সেই আশা অন্তরে হয়ত এখনও জিইয়ে রেখেছে তারা। যদিও পাঞ্জাবের বিরুদ্ধে আসন্ন ম্যাচেও দলের অন্যতম শক্তিশালী অস্ত্র রিচার্ড সেলিসকে (Richard Celis) পাবে না মশালবাহিনী।

শনিবার নয়াদিল্লিতে পাঞ্জাব এফসি’র বিরুদ্ধে নামবে ইস্টবেঙ্গল (East Bengal)। চোটের কারণে বাইরে থাকা রিচার্ডের যে এই ম্যাচেও ফেরার সম্ভাবনা নেই তা পরিষ্কার করে জানিয়ে দিলেন কোচ অস্কার। বলেন, “চোট সারেনি রিচার্ডের।” তবে খারাপ খবর দেওয়ার সঙ্গে সঙ্গেই একটি সুখবর পরিবেশন করেছেন লাল-হলুদ কোচ। জানিয়ে দিয়েছেন, রিচার্ড না ফিরলেও ফিরছেন জিকসন (Jeakson Singh)।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

এদিকে কঠিন সময়ে মহামেডানের বিরুদ্ধে দুরন্ত জয়ের পাশাপাশি পাঞ্জাবের বিরুদ্ধে প্রথম পর্বের জয়ও তাতাচ্ছে ইস্টবেঙ্গলকে (East Bengal)। যুবভারতীতে সেই ম্যাচে ০-২ পিছিয়ে পড়েও শেষপর্যন্ত ৪-২ জয় ছিনিয়ে নেয় তারা। সেই জয়ই যেন নতুন করে স্বপ্ন দেখাচ্ছে তাদের। প্লে-অফ এখনও বহু দূরের গ্রহ। তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলির দিকেও তবু লড়াই চালাতে দোষ কী?