Health Issue: গাড়িতে প্লাস্টিকের বোতলে জল রাখলে কি হতে পারে? জানলে চমকে যাবেন!

দেশ স্বাস্থ্য

নিউজ পোল ব্যুরো: প্রতিদিন অফিস (Office) থেকে বাড়ি ফেরার পথে যারা নিজেদের গাড়িতে প্লাস্টিকের বোতলে (Plastic bottle) জল (Water) নিয়ে যান তারা হয়তো অনেকেই জানেন না এই অভ্যেস (Habit) তাদের শরীরের (Health) জন্য কতটা ক্ষতিকর (Health Issue) হতে পারে।

ইউনিভার্সিটি অফ ফ্লোরিদার বিজ্ঞানীরা সম্প্রতি এক গবেষণায় জানিয়েছেন, গাড়িতে দীর্ঘ সময় ধরে রাখা প্লাস্টিকের বোতলে (Plastic Bottle) থাকা জল শরীরের জন্য বিষাক্ত হয়ে উঠতে পারে গবেষকরা বারটি বিভিন্ন ব্র্যান্ডের প্লাস্টিকের বোতল (Plastic Bottle) পরীক্ষা করেছেন যেগুলো গাড়ির ভেতরে বেশ কয়েকদিন রাখা হয়েছিল এর ফলে গাড়ির গরমে ওই প্লাস্টিকের বোতল থেকে একটি বিষাক্ত রাসায়নিক উপাদান বিসফেনল-এ বের হতে শুরু করে। বিসফেনল-এ এক ধরনের রাসায়নিক যা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর এই রাসায়নিক যদি। শরীরে প্রবেশ করে তবে এটি কিডনি (Kidney),হার্ট (Heart) এমনকি ক্যান্সারের (Cancer) ঝুঁকি বাড়াতে পারে।

বিজ্ঞানীরা জানান প্লাস্টিকের বোতলে (Plastic Bottle) জল রেখে বেশিদিন তা খাওয়ার পরে এই রাসায়নিকের পরিমাণ বাড়ে। যা শরীরের হরমোনকে (Hormone) বিপরীতভাবে প্রভাবিত করে বিশেষত পুরুষদের ক্ষেত্রে শুক্রাণুর পরিমাণ কমে যেতে পারে এবং মহিলাদের ক্ষেত্রে হরমোনের ভারসাম্য বিঘ্নিত হয়ে প্রজনন সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। বিসফেনল-এ শরীরে জমে গেলে ইস্ট্রোজেন হরমোনের (Estrogen hormone) কার্যকারিতা কমে যায়, যা যা প্রজনন ক্ষমতায় বাধা সৃষ্টি করে। এছাড়া গাড়ির ভেতরে গরমের কারণে প্লাস্টিকের বিষাক্ত কণা আরও দ্রুত গলে গিয়ে জলেও মিশে যেতে পারে, যার ফলে শরীরে প্রবেশের সম্ভাবনা বেড়ে যায়।

এই কারণে বিজ্ঞানীরা পরামর্শ দেন, একবার ব্যবহৃত প্লাস্টিকের বোতলগুলো (Plastic Bottle) যতটা সম্ভব ফের ব্যবহার না করার চেষ্টা (Try) করুন। বিশেষত গাড়ির মধ্যে প্লাস্টিকের বোতল রেখে জল খাওয়া থেকে বিরত থাকতে হবে। এর পরিবর্তে কাচ বা ধাতুর বোতল (Metal bottle) ব্যবহার করা নিরাপদ। এই ধরনের বোতলগুলোতে রাসায়নিক কণা ছড়ানোর আশঙ্কা কম থাকে এবং শরীরের জন্য নিরাপদ।

তাহলে ভবিষ্যতে (Future) আপনার শরীরের নিরাপত্তার কথা চিন্তা করে প্লাস্টিকের বোতল (Plastic Bottle) থেকে দূরে থাকাই হবে আপনার জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত (Decision)।