Electricity Bills: গ্রীষ্মে কিভাবে কমাবেন বিদ্যুতের বিল, জেনে নিন উপায়

oftbeat

নিউজ পোল ব্যুরোঃ এবার আসছে সেই হাঁসফাঁস করা গরমের দিন। গ্রীষ্মে কিভাবে কমাবেন বিদ্যুতের বিল (Electricity Bills)। গত বছরে যে হারে গরম ছিল তাতে সহজেই অনুমান করা যায় যে চলতি বছরে কি হারে গরম পড়তে পারে। ফ্যান, এসি বা কুলার ছাড়া থাকতে না পারার দিন আসছে। সেই সঙ্গেই সাধারণ মানুষের চিন্তা বাড়ছে ইলেকট্রিক বিল (Electricity Bills) নিয়ে। বর্তমানে হাতে গুনে মাত্র কয়েকটি পরিবার হয়ত আছে যাদের বাড়িতে টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন, কুলার নেই। বর্তমানে টিনের বাড়িতেও দেখা যায় এসি, ফ্রিজ। তাই ইলেকট্রিক বিল যে মাথাব্যথার কারণ হবে তা আর বলার অপেক্ষা রাখে না।

জেনে নিন কিভাবে কমাবেন বিদ্যুতের বিলের খরচ…

১.২৪ ডিগ্রি অটোমেটিক সেটিংয়ে এসি চালানোর চেষ্টা করা, যাতে এটি মাঝে মাঝে সুইচ অফ হতে থাকে। এসিতে টাইমার ফাংশন ব্যবহার করলে এতে কম বিদ্যুৎ খরচ হবে।
২.এসি চালালে ভালো করে ঘরের দরজা জানালা বন্ধ রাখতে হবে।
৩.কম্পিউটারে কাজ করার পর পাওয়ার সুইচ ও মোবাইল চার্জ হয়ে গেলে মোবাইল চার্জারের সুইচ বন্ধ করে রাখতে হবে।
৪.এলইডি বাল্বের ব্যবহার, যা প্রচলিত বাল্বের তুলনায় কম বিদ্যুৎ ব্যবহার করে এবং বেশি সময় আলো দেয়।
৫. ঘর থেকে বের হওয়ার আগে লাইট এবং ইলেকট্রনিক প্রোডাক্টগুলি সুইচ অফ করতে হবে।
৬. পুরানো জিনিস বিদ্যুৎ খরচ বৃদ্ধি করে তা সেইগুলি ছেড়ে ৫ স্টার রেটযুক্ত যন্ত্রপাতি ব্যবহার করা প্রয়োজন
৭.টিভিকে স্ট্যান্ডবাই মোডে রাখা বন্ধ করতে হবে।
৮. ফ্রিজ বার বার খুললে বেশি বিদ্যুৎ খরচ হয়, প্রয়োজন না হলে খোলা বন্ধ করুন।