kolkata: বড় দুর্ঘটনার মুখে কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষ

breakingnews কলকাতা

নিউজ পোল ব্যুরো: সপ্তাহ শুরুরে খাস কলকাতায় (kolkata) একের পর এক দুর্ঘটনা। সকালে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এক মহিলা ভর্তি রয়েছেন এসএসকেএম হাসপাতালে। সেই রেশ কাটতে না কাটতেই এবার দুর্ঘটনার (accident) সম্মুখীন খোদ কলকাতার (kolkata) ডেপুটি মেয়র অতীন ঘোষ (Atin Ghosh)।

এস এন ব্যানার্জি রোডে সরকারি বাস এসে ধাক্কা মারে অতীন ঘোষের গাড়ির বাঁদিকে। জানা গিয়েছে, শাসক নেতা তথা কলকাতার ডেপুটি মেয়র অতীনের (Atin Ghosh) গাড়িতে এসে সজোরে সরাসরি ধাক্কা মারে একটি সরকারি বাস। তাতেই গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়েছে। তবে অল্পের জন্য বড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন কলকাতার ডেপুটি মেয়র। ধাক্কা সামলে তিনি বাজেট অধিবেশনেই প্রবেশ করছেন । তিনি বর্তমানে সুস্থই রয়েছেন।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/p/1HU8Zg4BJy/

জানা গিয়েছে দুর্ঘটনার সময় তিনি ছিলেন গাড়ির সামনের আসনে। তবে এটাই যে প্রথম তা একেবারেই নয়। কিছুদিন আগেই পথদুর্ঘটনার শিকার হন খোদ প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একটি অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্ঘটনা ঘটে। শাসক দলের আধিকারিকের সঙ্গে এই ঘটনা নিয়েই নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।

আরও পড়ুন: Economy: টেক্সটাইল সেক্টরে টাকার অবমূল্যায়ন! কী হবে ভবিষ্যৎ?

জানা গিয়েছে দুর্ঘটনার সময় তিনি ছিলেন গাড়ির সামনের আসনে। তবে এটাই যে প্রথম তা একেবারেই নয়। কিছুদিন আগেই পথদুর্ঘটনার শিকার হন খোদ প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একটি অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্ঘটনা ঘটে। শাসক দলের আধিকারিকের সঙ্গে এই ঘটনা নিয়েই নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।