Airtel Share Sale: এয়ারটেলের বিশাল শেয়ার বিক্রি করলেন সুনীল মিত্তাল

দেশ

নিউজ পোল ব্যুরো: ভারতের অন্যতম ধনী ব্যবসায়ী সুনীল মিত্তাল (Sunil Mittal) টেলিকম কোম্পানি এয়ারটেলের ৫ কোটি ১০ লাখ শেয়ার বিক্রি(Airtel Share Sale) করেছেন। এই শেয়ার বিক্রির মাধ্যমে তিনি মোট ৯৭ কোটি ৬০ লাখ ডলার বা ৮,৪৫৮ কোটি রুপি সংগ্রহ করেছেন। জানা গিয়েছে, এই অর্থ তিনি নতুন ব্যবসায়িক উদ্যোগে বিনিয়োগ করবেন। ভারতীয় এক সংবাদমাধ্যমে (Business Standard) বলা হয়েছে, মিত্তালের ইন্ডিয়ান কনটিনেন্টাল ইনভেস্টমেন্ট লিমিটেড (Indian Continental Investment Ltd.) এই শেয়ার বিক্রির প্রক্রিয়া সম্পন্ন করেছে। এর মধ্যে প্রায় এক-চতুর্থাংশ শেয়ার ভারতী টেলিকম লিমিটেড (Bharti Telecom Ltd.) কিনে নিয়েছে। বাকি শেয়ারগুলোও বিভিন্ন বিনিয়োগকারীদের কাছে বিক্রি হয়েছে, তবে তাঁদের পরিচয় প্রকাশ করা হয়নি। এর চেয়ে

মঙ্গলবার বিক্রি করা এসব শেয়ারের দর(Airtel Share Sale) ছিল ১,৬৬০ রুপি, যা আগের দিনের ১,৬৭৫ রুপির তুলনায় সামান্য কম। বর্তমানে সুনীল মিত্তাল ভারত ছাড়াও বিদেশি বিনিয়োগ বাড়ানোর দিকে নজর দিচ্ছেন। তিনি আফ্রিকা এবং যুক্তরাজ্যভিত্তিক স্যাটেলাইট কোম্পানি ওয়ান ওয়েব (OneWeb)-এ বিনিয়োগ করছেন। অন্যদিকে, ভারতী টেলিকমের শেয়ার ক্রয়ের ফলে এয়ারটেলে তাদের অংশীদারিত্ব ৪০.৪৭ শতাংশে উন্নীত হয়েছে। কোম্পানিটি ইতোমধ্যেই ঘোষণা করেছিল যে, তারা এয়ারটেলে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে চায় এবং তাদের প্রভাব অক্ষুণ্ন রাখতে চায়।

উল্লেখ্য, এটি(Airtel Share Sale) প্রথমবার নয় যখন ভারতী টেলিকম এয়ারটেলের শেয়ার কিনেছে। ২০২৩ সালের নভেম্বরে তারা ইন্ডিয়ান কনটিনেন্টাল ইনভেস্টমেন্টের(Indian Continental Investment) আরও ১.২ শতাংশ শেয়ার কিনেছিল। ক্রমান্বয়ে এই বিনিয়োগের মাধ্যমে ভারতী টেলিকম এয়ারটেলের ওপর নিজেদের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করছে।