Weather: টানা বৃষ্টিতে কমলো তাপমাত্রা, তবে শীঘ্রই চড়বে পারদ!

আবহাওয়া কলকাতা জেলা রাজ্য শহর

নিউজ পোল ব্যুরো: টানা ঝড়-বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গের (Weather) তাপমাত্রা সাময়িকভাবে কিছুটা কমেছে। আবহাওয়া দপ্তর (Alipore Meteorological Department) জানাচ্ছে, আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার(Weather ) বড় কোনো পরিবর্তন হবে না, তবে বুধবার (Wednesday) থেকে পরিস্থিতি বদলাতে শুরু করবে। গরম (Heat Wave) বাড়তে পারে, আর সপ্তাহান্তে (Weekend) পারদ অনেকটাই চড়বে।

আজ, বুধবার, দক্ষিণবঙ্গে এক ধাক্কায় তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। তবে এই স্বস্তি বেশিক্ষণ টিকবে না। বুধবার থেকে ধীরে ধীরে পারদ চড়তে শুরু করবে, এবং মার্চ (March) মাসের শুরু থেকেই গরমের অনুভূতি আরও বাড়বে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এই মুহূর্তে দক্ষিণবঙ্গে বৃষ্টির (Rain) কোনো সম্ভাবনা নেই। আগামী চার থেকে পাঁচ দিন পুরোপুরি শুষ্ক (Dry Weather) থাকবে আবহাওয়া। সকালবেলা কিছু কিছু জায়গায় হালকা মেঘ (Cloudy Sky) দেখা গেলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে। বসন্তের (Spring Season) ঝলমলে পরিবেশ বজায় থাকবে কলকাতা (Kolkata) সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়।

আরও পড়ুন: Saltlake: উদ্বোধন করলেন সুজিত বোস, শুরু বিধাননগরের ২৮-৪১ নম্বর ওয়ার্ডের রাস্তা নির্মাণের কাজ

সপ্তাহের শেষে (Weather) কলকাতায় (Kolkata Temperature) সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস(Weather ) এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। এদিকে, উত্তরবঙ্গে (North Bengal) মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির (Thunderstorm with Light Rain) সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং (Darjeeling), কালিম্পং (Kalimpong), আলিপুরদুয়ার (Alipurduar) ও জলপাইগুড়ি (Jalpaiguri) জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলে (Hilly Areas) বিশেষ করে দার্জিলিংয়ের উচ্চ পার্বত্য এলাকায় (Darjeeling Hills) এবং সিকিমে (Sikkim) তুষারপাত (Snowfall) হওয়ার সম্ভাবনা রয়েছে। কুয়াশার (Fog) প্রভাবও কিছু কিছু জায়গায় লক্ষ্য করা যেতে পারে।

টানা ঝড়-বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গের (Weather) তাপমাত্রা সাময়িকভাবে কিছুটা কমেছে। আবহাওয়া দপ্তর (Alipore Meteorological Department) জানাচ্ছে, আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার(Weather ) বড় কোনো পরিবর্তন হবে না, তবে বুধবার (Wednesday) থেকে পরিস্থিতি বদলাতে শুরু করবে। গরম (Heat Wave) বাড়তে পারে, আর সপ্তাহান্তে (Weekend) পারদ অনেকটাই চড়বে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/p/15yG8X6CTQ/