নিউজ পোল ব্যুরো: পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি (President of the Higher Secondary Education Council) চিরঞ্জীব ভট্টাচার্য বিদ্যাসাগর ভবনে (Vidyasagar Bhavan) একটি সাংবাদিক বৈঠক করেন। এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা (Higher Secondary Examination) ৩ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরু হবে সকাল ১০ টায় এবং চলবে ১ ঘন্টা ১৫ মিনিট পর্যন্ত। সকল পরীক্ষার্থীকে সকাল ৯’টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। পরীক্ষা কেন্দ্রে প্রবেশের পর মেটাল ডিটেক্টর (Metal detector) দিয়ে যাচাই করা হবে। যাতে কোন ইলেকট্রনিক ডিভাইস (Electronic devices) বহন না করা হয়।
আরও পড়ুন:https://thenewspole.com/2024/12/05/upper-primary-job-recruitment/
এটি অ্যানুয়াল সিস্টেমের (Annual system) অধীনে শেষ পরীক্ষা। এ বছর পরীক্ষার্থীরা তাদের এডমিট কার্ডে (Admit card) পরীক্ষার কেন্দ্রের নাম এবং স্থান দেখে নেবেন। সকল পরীক্ষার্থী তাদের এডমিট কার্ড (Admit card) হাতে পেয়ে গেছেন এবং পরীক্ষার প্রশ্নপত্র সঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে গেছে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে নির্দিষ্ট প্রশ্নপত্র প্রদান করা হবে। পরীক্ষা শুরুর কিছু সময় আগে প্রশ্নপত্র খোলা হবে।
প্রশ্নপত্রে কোড থাকবে, যা পরীক্ষার্থীরা তাদের উত্তরপত্রে উল্লেখ করবেন। প্রশ্নপত্র যাতে বাইরে না ছড়িয়ে পড়ে, সেজন্য আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সমস্ত পরীক্ষা কেন্দ্রে মেটাল ডিটেক্টর (Metal detector) এবং সিসিটিভি (CCTV) ক্যামেরা থাকবে। প্রশ্নপত্র সকাল ন’টার মধ্যে কেন্দ্রের সুপারভাইজারদের (Supervisor) কাছে পৌঁছে যাবে।
এবছর মোট ৫ লক্ষ ৯ হাজার পরীক্ষার্থী নিবন্ধিত হয়েছেন, গত বছর যা ছিল ৭ লক্ষ। এর মধ্যে ছাত্র-ছাত্রী সংখ্যা ৮৯ হাজার ৫৭১ বেশি। মাধ্যমিক পরীক্ষার কারণে কিছু পরীক্ষার্থীর সংখ্যা কমেছে। বিশেষ ছাত্রছাত্রীদের সংখ্যা এই বছর ৫২৮ জন।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/
প্রতিটি কেন্দ্রে মেটাল ডিটেক্টর বসানো হয়েছে এবং প্রতি রুমে দুইজন পাহারাদার থাকবে। যদি কোন রুমে পরীক্ষার্থী সংখ্যা বেশি হয় সেখানে তিনজন পাহারাদার থাকবেন। পাহারাদাররা শুধু প্রশ্নপত্র নিয়ে আসবেন না, তারা পরীক্ষার্থীদের গতিবিধিও Movementপর্যবেক্ষণ করবেন।
এছাড়া, এ বছর মোট ৬২ টি বিষয় প্রশ্নপত্র তৈরি করা হয়েছে। গত বছর ছিল ৬০টি। নতুনভাবে ARTI এবং DTDC এই দুটি বিষয়ে প্রশ্নপত্র অন্তর্ভুক্ত করা হয়েছে। ভাষা বিষয় হিসেবে বাংলা ইংরেজি হিন্দি এবং অলচিকি ভাষায় প্রশ্নপত্র তৈরি হবে। অলচিকি ভাষায় ১৪ টি বিষয়ে (BIOS, CHEM, COMA, EDCN, ENVS, GEGR, HIST, NUTN, PHED, PHIL, PHYS, POLS, SANT) প্রশ্নপত্র তৈরি করা হয়েছে।
আরও পড়ুন:https://thenewspole.com/2025/02/26/kota-coaching-decline-crisis-and-its-impact/