নিউজ পোল ব্যুরো: বাংলাদেশের (Bangladesh) রূপপুরে একটি পরমাণু বিদ্যুৎ প্রকল্প (Nuclear power project) স্থাপন করতে রাশিয়ার সহযোগিতায় আগ্রহী হয়েছে বাংলাদেশ (Bangladesh)। রাশিয়ার রাষ্ট্রীয়ত্ব সংস্থা রসাটমের সাহায্যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস (Muhammad Yunus) গত বুধবার রাশিয়ার পরমাণু শক্তি সংস্থার প্রধান অ্যালেক্সি লিখাচেভের সঙ্গে বৈঠক করেন। এই বৈঠকে রূপপুর প্রকল্প (Rooppur Project) নিয়ে আলোচনা করা হয় এবং ২০২৬ সালের শেষে ঋণের মেয়াদ বৃদ্ধি করার বিষয়েও কথাবার্তা হয়।
আরও পড়ুন:https://thenewspole.com/2025/02/27/india-tejas-fighter-jet-production-private-sector/
বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি (Fuel) চাহিদা পূরণে রূপপুর প্রকল্পটির বিশেষ গুরুত্ব রয়েছে বলে মন্তব্য করেছেন ইউনূস (Muhammad Yunus) তার মতে এই প্রকল্পটির মাধ্যমে দেশটির বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বাড়ানোর পাশাপাশি জ্বালানি নিরাপত্তাও দৃঢ় হবে। তিনি রূপপুর প্রকল্পটি যথাসময়ে সম্পন্ন করার গুরুত্বের ওপরও জোর দেন। রসাটমের প্রধান লিখাচেভ জানান, ‘প্রকল্পটি বর্তমানে পরীক্ষামমূলকভাবে চালানো হচ্ছে এবং খুব শিগগিরই দ্রুত উৎপাদন শুরু হবে।’
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/
পাবনা জেলার ঈশ্বরদীর রূপপুরে ১২০০ মেগাওয়াটের দুটি ইউনিটসহ ২৪০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হচ্ছে, যা বাংলাদেশে প্রথম। রাশিয়া (Russia) ও বাংলাদেশের (Bangladesh) মধ্যে এই পারমাণবিক শক্তির সহযোগিতায় নতুন মাত্রা যোগ হবে। ইউনূস আরও বলেন, ‘বাংলাদেশের পরমাণু শক্তি ব্যবহারের ক্ষেত্রে রাশিয়ার সঙ্গে সম্পর্কের সম্প্রসারণে আগ্রহী।’
এই প্রকল্পটি বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনে বিপ্লব ঘটাতে পারে এবং দেশের বিদ্যুৎ খাতে এক বড় পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সফলভাবে চালু হলে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা আরও দৃঢ় হবে এবং দেশের বিদ্যুৎ চাহিদা মেটাতে এটি একটি বড় ভূমিকা রাখবে।
আরও পড়ুন:https://thenewspole.com/2025/02/26/india-bangladesh-diplomatic-tensions-escalate/