নিউজ পোল ব্যুরো: শহর কলকাতার (Kolkata) বুকে আবার একই পরিবারের তিনজনের রহস্যমৃত্যু। মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে। ট্যাংরা কাণ্ডের রেশ কিছুতেই কাটছে না। হালতুর পূর্বপল্লি এলাকায় স্বামী-স্ত্রী এবং তিন বছরের শিশুর দেহ উদ্ধার ঘিরে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে ১০:৪০ মিনিট নাগাদ হালতুর পূর্বপল্লি এলাকায় স্বামী-স্ত্রী এবং তিন বছরের শিশুর ঝুলন্ত দেহ দেহ উদ্ধার করা হয়েছে। ঘর থেকে উদ্ধার হয়েছে সুইসাইড নোট। ঘটনাস্থলে কসবা থানার পুলিশ। হালতুতে একই পরিবারের তিনজনের মৃত্যুতে প্রাথমিকভাবে আর্থিক অনটনের তত্ত্বই উঠে আসছে। পুলিশের অনুমান স্বামী স্ত্রী সুইসাইড করেছেন। কিন্তু শিশুর মৃত্যু কীভাবে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃতদেহের পাশ থেকে উদ্ধার করা হয়েছে সুইসাইড নোট। তবে কি কারণে এই আত্মহত্যা তা খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুনঃ Tangra Case: স্ত্রী-বৌদি-মেয়েকে খুনের অভিযোগে গ্রেফতার প্রসূন দে
কলকাতার (Kolkata) ট্যাংরায় দে পরিবারের তিনজনের হত্যাকাণ্ড নিয়ে শহর তথা রাজ্য তোলপাড় হওয়ার মধ্যেই এই খবর সামনে এসেছে। পুলিশ জানতে পেরেছে গৃহকর্তা পেশায় অটোচালক। ঘটনার খবর পেয়ে তদন্তে নেমেছে কসবা থানার পুলিশ। মৃত ব্যক্তিকে সোমনাথ রায় (৪০) নামে চিহ্নিত করা হয়েছে। তাঁর স্ত্রী সুমিত্রার বয়স পঁয়ত্রিশ। পুলিশ অনুমান করছে দম্পতি আড়াই বছরের ছেলে রুদ্রনীলকে খুন করে আত্মঘাতী হন। মৃতদেহের পাশ থেকে সুইসাইড নোট উদ্ধার হলেও তাতে ঠিক কী লেখা ছিল সে বিষয়ে তদন্তকারীরা কিছুই জানায়নি। মৃতদেহ তিনটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/