নিউজ পোল স্পোর্টস ব্যুরো: টানা ১২টি টস হেরে বিশ্বরেকর্ড আগেই হয়ে গিয়েছিল। তবু গেরো কাটাতে পারল না টিম ইন্ডিয়া। মঙ্গলবার দুবাইয়ে ভারত-অস্ট্রেলিয়া (IND Vs AUS) সেমিফাইনালেও টস হারলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। একদিনের ক্রিকেটে এই নিয়ে টানা ১১ বার টস হারলেন তিনি। যা কোনো অধিনায়কের টানা টস হারার তালিকায় যুগ্মভাবে দ্বিতীয়।
আরও পড়ুনঃ IND Vs AUS: অজিদের ফাইনালে দেখছেন না ওঁরা
অধিনায়ক হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সবথেকে বেশি টানা টস হেরেছেন ব্রায়ান লারা। টানা ১২টি টস হেরে রেকর্ড গড়েছেন তিনি। এরপর দ্বিতীয় স্থানে ছিলেন নেদারল্যান্ডের পিটার বোরেন। এদিন দুবাইয়ের সেমিফাইনালেও টস হেরে তাঁকে ছুঁয়ে ফেললেন হিটম্যান। অন্যদিকে তাঁর দল টানা ১৪টি টস হারল ওডিআই ফরম্যাটে।

৫০ ওভারের ক্রিকেটে ভারত শেষবার টস জিতেছিল ২০২৩ সালের বিশ্বকাপ সেমিফাইনালে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সেদিন শেষবার টস জিতেছিলেন ক্যাপ্টেন রোহিত। ১৯ নভেম্বর বিশ্বকাপ ফাইনাল থেকে ভারতের টস হারার অধ্যায় শুরু। অধিনায়ক রোহিত তো বটেই, এমনকি এই সময়ে টস হেরেছেন দক্ষিণ আফ্রিকা সফর নেতৃত্বের দায়িত্ব পাওয়া কে এল রাহুলও।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
এদিন ভারত-অস্ট্রেলিয়া (IND Vs AUS) সেমিতেও ফিরল না ভাগ্য। অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ টসে জিতে প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছেন। যদিও তা নিয়ে বিশেষ চিন্তিত নন অধিনায়ক রোহিত। টস হারের পর তিনি বলেন, “আমরা ব্যাটিং, বোলিং দুয়ের জন্যই প্রস্তুত ছিলাম। যখন দুই রকম ভাবনা আপনার মনে চলে তখন টস হারাই ভাল।” এরই সঙ্গে যোগ করেন, “আমরা এখানে তিনটি ম্যাচ খেলেছি। পিচের চরিত্র বারবার পরিবর্তিত হতে দেখেছি। তাই বেশি না ভেবে গেমেই ফোকাস করছি আমরা। কারণ দিনের শেষে ভালো ক্রিকেট খেলাটা জরুরি।” রোহিতের কথাকে মান্যতা দিয়ে ভারতের হয়ে ভাল শুরু করেছেন বোলাররা। দুরন্ত শুরু করেও বরুণ চক্রবর্তীর বলে ফিরে গিয়েছেন ট্রাভিস হেড (৩৯)। অস্ট্রেলিয়ার স্কোর এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ৫৪ রানে ২ উইকেট।