Sealdah: শিশুদের ভবিষ্যৎ নির্মাণ, চাহাক কিডসের শুভ উদ্বোধন

কলকাতা রাজ্য শহর শিক্ষা

নিউজ পোল ব্যুরো: সমাজে শিশুদের উন্নতির রক্ষার্থে এক বিশেষ উদ্যোগ নিল পূর্ব রেলওয়ে মহিলা কল্যাণ সংস্থা (Eastern Railway Women’s Welfare Organization)। আজ শিয়ালদহে (Sealdah) পূর্ব রেলওয়ে মহিলা কল্যাণ সংস্থার উদ্যোগে চাহাক কিডস অ্যাকাডেমির (Chahak Kids Academy) নতুন স্কুল ভবনের উদ্বোধন করা হয়েছে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীমা দেউসকর, সভাপতি ERWWO/ER। চাহাক কিডস অ্যাকাডেমি একটি সৃজনশীল (Creative) শিক্ষা প্রতিষ্ঠান, শিয়ালদহের দরিদ্র ও অসচ্ছল পরিবারের শিশুদের জন্য বিশেষভাবে সেবা প্রদান করে থাকে। তারা এসব শিশুদের জন্য বিনামূল্যে বই,ব্যাগ এবং ইউনিফর্ম সরবরাহ করে,যাতে তারা কোনো রকম বাধা-বিঘ্ন ছাড়াই শিক্ষা লাভ করতে পারে।

আরও পড়ুন:Malda Incident: ঘুষ না দেওয়ায় লরি চালককে মারধর!

এছাড়াও এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুঞ্জন নিগম সভাপতি,ERWWO/শিয়ালদহ। অনুষ্ঠানে শিক্ষার গুরুত্ব এবং সমাজের শিশুদের উন্নতির জন্য কার্যকরী পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়। চাহাক কিডস অ্যাকাডেমি (Chahak Kids Academy) তাদের দায়িত্ববোধের (Sense of responsibility) প্রতি নিবেদিত এবং এটি শিশুদের ভবিষ্যৎ নির্মাণ (Future construction) হিসেবে কাজ করে।

এই নতুন স্কুলভবন উদ্বোধন করে প্রতিষ্ঠানটি আরো আধুনিক ও সুযোগ সুবিধা সমৃদ্ধ পরিবেশে শিশুদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করবে। এর মাধ্যমে শিয়ালদহের (Sealdah) দরিদ্র শিশুরা তাদের জীবনে নতুন দিগন্ত উন্নত করতে সক্ষম হলে এবং তারা শিক্ষার মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ উন্নত করতে পারবে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/

এদিন উদ্বোধনী অনুষ্ঠানে সীমা দেউসকর বলেন,’ শিক্ষাই একটি জাতির ভিত্তি, আর এই শিক্ষা যদি সঠিকভাবে সবার কাছে পৌঁছায়, তাহলে জাতি সত্যিকার অর্থে উন্নতি করতে পারবে।’ এছাড়া এদিন অনুষ্ঠানে উপস্থিত সবাই এই উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও এমন উদ্যোগ নেওয়ার প্রত্যাশা প্রকাশ করেন।

আরও পড়ুন:Bratya Basu: শিক্ষামন্ত্রীর পাড়ায় পোস্টার সাঁটাল এসএফআই

এভাবেই চাহাক কিডস অ্যাকাডেমি শিশুদের জন্য একটি আলোকিত ভবিষ্যৎ গড়ে তুলতে কার্যক্রম চালিয়ে যাবে, এবং তাদের এই সুন্দর উদ্যোগ সমাজে শিক্ষা প্রসারে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।