নিউজ পোল ব্যুরো: যাদবপুরের (Jadavpur Incident) ঘটনার উত্তাপের আঁচ এখনও রয়েছে। জল গড়িয়েছে আদালত থানা পর্যন্ত। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। যাদবপুর কাণ্ডের আবহে রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের বৈঠকে ডেকেছেন আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস। উত্তাপ কমার বদলে চড়ছে পারদ। গত শনিবারে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে ঘটা ঘটনার প্রতিবাদ জানিয়ে আজ শুক্রবার সল্টলেকে করুণাময়ী মোড়ে ডিরোজিও ভবনের সামনে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের কর্মচারী ইউনিয়ন পক্ষ থেকে দেখানো হল বিক্ষোভ।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সাথে ঘটে যাওয়া অসামাজিক ন্যক্কারজনক নিন্দনীয় ঘটনার প্রতিবাদে সল্টলেকে করুণাময়ী মোড়ে সমগ্র শিক্ষাসমাজ ঐক্যবদ্ধ হয়। তাদের মূল দাবি, “শিক্ষক সমাজ জানাচ্ছে রায়, শিক্ষামন্ত্রী স্যালুট তোমায়। যাদবপুরে অসহিষ্ণুতার চাষ! শিক্ষামন্ত্রী এবার ধরুক রাশ।”, “শিক্ষামন্ত্রীর গাড়ি উপর আঘাত আনা হলো কেনো, এই সিপিআইএম জবাব দাও” মূলত এই শ্লোগান দিয়েইপশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের কর্মচারী ইউনিয়ের সদস্যরা বিক্ষোভ দেখাতে থাকে।
আরও পড়ুনঃ Jadavpur University: ওয়েবকুপার সভায় উত্তাল যাদবপুর
যাদবপুরের (Jadavpur Incident) ঘটনা নিয়ে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্মচারী ইউনিয়নের যুগ্ম সম্পাদক উজ্জ্বল পাল জানান, “গত শনিবার শিক্ষা মন্ত্রীর ওপরে বাম সংগঠন এবং অতি বাম সংগঠন যে নোংরা ও নক কার জনক ঘটনা ঘটিয়েছে তার জন্য রাস্তায় নামা হয়েছে। যাদবপুর ইউনিভার্সিটির SFI ও অতিবাম সংগঠনদেরকে মনে করিয়ে দিতে চাই এটা পশ্চিমবাংলা অন্য কোন রাজ্য নয় এতদিন আপনারা রবীন্দ্র সংগীত শুনে এসেছেন আমাদের জননেত্রী যদি একবার আদেশ দেয় আমরাও জানি কিভাবে এসএফআই-কে ঠান্ডা করে দিতে পারি। যেভাবে এসএফআইয়ের একজন নেতা গতকাল প্রেস মিনিটে বলেছেন ওনারা খেলা দেখতে চান খেলা খেলতে চান আমরা খেলায় নামতে খেলতে প্রস্তুত। Sfi এর এই ঘটনায় ওদের ক্ষমা চাইতে হবে প্রকাশ্যে।”
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/