নিউজ পোল ব্যুরো: করোনা(Covid-19) মহামারিতে স্তব্ধ হয়েছিল গোটা বিশ্ব। চারিদিকে শুধু মৃত্যু মিছিল আর হাহাকার দেখেছে মানুষ। সেই সময়েই বিশ্বের বহু দেশের কাছেই ত্রাতা ছিল ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর(PM Modi) নেতৃত্বে বিশ্ব দরবারে সাহায্যের হাত বাড়িতে দিয়েছিল ভারত। সেই নেতৃত্বের জন্যই প্রধানমন্ত্রী মোদীর(Narendra Modi) মুকুটে জুড়ল নয়া পালক। কোভিড-১৯ মহামারী চলাকালীন “কৌশলগত নেতৃত্ব” এবং “মূল্যবান সহায়তার” স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মর্যাদাপূর্ণ ‘অনারারি অর্ডার অফ ফ্রিডম অফ বার্বাডোজ'(‘Honorary Order of Freedom of Barbados’) পুরস্কারে ভূষিত করা হয়েছে।
বিদেশ মন্ত্রক (MEA) বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে যে বার্বাডোজের ব্রিজটাউনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদীর পক্ষে বিদেশ ও বস্ত্র প্রতিমন্ত্রী পবিত্রা মার্গেরিটা এই পুরস্কার গ্রহণ করেছেন। বিদেশমন্ত্রী জানিয়েছে, এই পুরস্কার দুই দেশের মধ্যে “স্থায়ী বন্ধুত্বের” প্রতীক। । এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, ২০২৪ সালের ২০ নভেম্বর গায়ানার জর্জটাউনে দ্বিতীয় ভারত-ক্যারিকম নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাতের সময় বার্বাডোসের প্রধানমন্ত্রী মিয়া আমোর মোটলি এই পুরস্কার ঘোষণা করেছিলেন। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, “কোভিড-১৯ মহামারী চলাকালীন তাঁর(মোদীর) কৌশলগত নেতৃত্ব এবং মূল্যবান সহায়তার স্বীকৃতিস্বরূপ” প্রধানমন্ত্রী মোদীকে এই পুরস্কার প্রদান করা হয়েছে।” মহামারীর ফলে সৃষ্ট রিস্থিতিতে আন্তর্জাতিক সহযোগিতা এবং সমর্থন জোরদার করার ক্ষেত্রে মোদীর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা মটলি স্বীকার করেছেন।
আরও পড়ুনঃ TMC: বক্সী বৈঠকে আসল চমক! মমতার স্থগিতাদেশে প্রশ্ন

অন্যদিকে, প্রধানমন্ত্রীর(PM Modi) পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করার সময়, মার্গারিটা এই স্বীকৃতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিনিধিত্ব করা এবং তার পক্ষ থেকে এই মর্যাদাপূর্ণ পুরস্কার গ্রহণ করা আমার জন্য এক বিরাট সম্মানের বিষয়। এই স্বীকৃতি ভারত ও বার্বাডোসের মধ্যে গভীর সম্পর্ক, সেইসাথে সহযোগিতা ও উন্নয়নের প্রতি আমাদের যৌথ প্রতিশ্রুতি, বিশেষ করে সংকটের সময়ে, জোরদার করার প্রতি জোর দেয়।” প্রসঙ্গত, ১৯৬৬ সালে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে, ভারত ও বার্বাডোস একটি শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তুলেছে, যা ধারাবাহিকভাবে সম্পৃক্ততা এবং উন্নয়নমূলক উদ্যোগ দ্বারা চিহ্নিত করা হয়েছে, বিবৃতিতে বলা হয়েছে।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/