Sealdah Station: নারী দিবসে বিশেষ উদযাপন শিয়ালদহ স্টেশনে

কলকাতা রাজ্য শহর

নিউজ পোল ব্যুরো: ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস (International Women’s Day) উপলক্ষে অত্যন্ত মহাসমালয়ের সঙ্গে উদযাপন করতে চলেছে শিয়ালদহ বিভাগ (Sealdah Division)। এই উপলক্ষে শিয়ালদহ স্টেশনে (Sealdah Station) কিছু বিশেষ কার্যক্রম অনুষ্ঠিত হবে, যার মধ্যে অন্যতম কৃষ্ণনগর থেকে চলা মাতৃভূমি লোকাল ট্রেন (Motherland local train) (৩১৮০২ DN) যা মহিলাদের জন্য একটি বিশেষ ট্রেন হিসেবে পরিচিত। ট্রেনটি সকাল ১১ টা নাগাদ শিয়ালদহ স্টেশনে (Sealdah Station) পৌছাবে, যেখানে সমস্ত মহিলা ক্রু, গার্ড, এবং মহিলা আরপিএফ (Women RPF) কন্টিনজেন্ট উপস্থিত থাকবেন।

আরও পড়ুন:Women Empowerment: পশ্চিমবঙ্গে নারী সুরক্ষায় বড় পদক্ষেপ!

শিয়ালদহ স্টেশনে (Sealdah Station) একে অপরের অভ্যর্থনা জানাবেন মহুয়া দাস, যিনি শিয়ালদহের কমার্শিয়াল ম্যানেজার (Commercial Manager) হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও আন্তর্জাতিক নারী দিবস (International Women’s Day) উপলক্ষে, সমস্ত রিজার্ভেশন কাউন্টার (Reservation counter) এবং অসংরক্ষিত টিকিট উইন্ডোগুলি মহিলা কর্মীদের দ্বারা পরিচালিত হবে। এই উদ্যোগের মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন এবং সমতার বার্তা ছড়ানো হবে।

এছাড়াও একই সময়ে শিয়ালদহ স্টেশনের সমস্ত টিকিট চেকিং (Ticket checking) কার্যক্রমও মহিলাদের দ্বারা পরিচালিত হবে। যার তত্ত্বাবধান করবেন শিয়ালদহের সহকারি কমার্শিয়াল ম্যানেজার (Commercial Manager) , মহুয়া দাস। তিনি এই বিশেষ দিবসটি উদযাপনে সহায়ক ভূমিকা রাখবেন এবং মহিলাদের প্রতি সম্মান প্রদর্শন করবেন।

নিউজেপোল ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/

এই দিনটি শুধুমাত্র মহিলাদের জন্যই নয় বরং পুরো শিয়ালদহ বিভাগের জন্য একটি উদযাপনের দিন হিসেবে পালিত হবে। স্থানীয় টিকিট কাউন্টার এবং বিভিন্ন বিভাগের মহিলাকে শক্তিশালী উপস্থিতি আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্যকে আরও সুস্পষ্ট করে তুলবে।

এভাবে শিয়ালদহ স্টেশন এবং শিয়ালদহ বিভাগ (Sealdah Division) একযোগে নারী দিবস উদযাপনের মাধ্যমে নারীদের সমান অধিকার এবং মর্যাদা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাবে, যা সমাজে বৃহত্তর পরিবর্তন এবং সামাজিক সমতা আনতে সহায়ক হবে।

আরও পড়ুন:Fraud: শেয়ার বাজারের নামে কোটি টাকার প্রতারণা, গ্রেফতার ১