নিউজ পোল ব্যুরো: দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা ব্লকের ব্রজবল্লভপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় রবিবার (Sunday) থেকে একটি কুমির (Crocodile) ঘোরাফেরা করছিল। কখনও পুকুর, খাল এবং কখনও নদীর পাড়ে। হঠাৎই শিক্ষক স্নেহাংশু মাইতি কুমিরটিকে পুকুরে ভাসতে দেখে। তিনি তা দেখেই দ্রুত বনদফতরের (Bengal Forest Department) কাছে খবর পাঠান। খবর পাওয়ার পরেই বনদফতরের (Bengal Forest Department) কর্মীরা কুমিরটিকে ধরার পরিকল্পনা (Plan) তৈরি করে।
আরও পড়ুন:Manipur Incident : মণিপুর বিতর্কে আজও উত্তাল হতে পারে লোকসভা
সোমবার সকালে বনদফতরের (Bengal Forest Department) দল পুকুরের চারপাশে জাল দিয়ে ঘিরে ফেলে। পুকুরের জাল টানার কাজ শুরু করার পর, বেশ কিছু সময় পরে কুমিরটি (Crocodile) ধরা পড়ে। অভিযানটি সফল হওয়ায় এলাকাবাসীরা অনেকটাই স্বস্তি পেয়েছেন। কারণ তারা জানতেন যে, কুমিরটি লোকালয়ে ঢুকে মানুষের জন্য বিপদজ্জনক হতে পারে।

আরও পড়ুন:অগ্ন্যাশয়ের ক্যানসার (pancreatic cancer) রুখতে ভারতীয় চিকিৎসকের সাফল্য
ধরা পড়ার পর বনদফতর কুমিরটিকে (Crocodile) রামমোঙ্গা রেঞ্জের দিকে নিয়ে যায়, যেখানে তার স্বাস্থ্য পরীক্ষা করা হবে। পরবর্তীতে কুমিরটি স্বাস্থ্য পরীক্ষা (Health check-up) শেষে তাকে তার প্রাকৃতিক আবাসস্থলে নদীতে ছেড়ে দেওয়া হবে।
এলাকার মানুষ এই ঘটনার পর বনদফতরের তৎপরতা ও সহায়তায় প্রশংসা করেছেন। কুমিরের (Crocodile) মতো শিকারী প্রাণী যেহেতু জলাশয় বা নদী পাড়ে দেখা যেতে পারে, তাই বন দফতরের এই দ্রুত এবং কার্যকর পদক্ষেপ এলাকাবাসীদের জন্য একটি বড় আশ্বাস হিসেবে বিবেচিত হচ্ছে।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/