নিউজ পোল ব্যুরো: গ্রীষ্মের (Summer) শুরু হতে এখনও বাকি, কিন্তু তার আগেই দক্ষিণবঙ্গের (South Bengal) বেশ কিছু জেলায় পারদ ৪০ ডিগ্রি (Forecast) ছুঁয়ে ফেলেছে। প্রচণ্ড গরমের (Heatwave) ফলে নাজেহাল সাধারণ মানুষ। তবে, এই তীব্র দাবদাহের (Extreme Heat) মধ্যে কিছুটা স্বস্তির বার্তা নিয়ে এসেছে আবহাওয়া দফতর (Weather Office)। বুধবার সন্ধ্যা থেকে ঝড়-বৃষ্টি (Rainfall) শুরু হতে পারে, এমনটাই পূর্বাভাস মিলেছে। কিছু এলাকায় শিলাবৃষ্টিও (Hailstorm) হতে পারে বলে জানা গেছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর-পূর্ব ভারতের (North-East India) আসাম (Assam) অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত (Cyclonic Circulation) তৈরি হয়েছে, পাশাপাশি উত্তর-পশ্চিম ভারতের (North-West India) পার্বত্য এলাকায় নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা (Western Disturbance) প্রবেশ করেছে। এর প্রভাবে বুধবার থেকেই পশ্চিমের কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ (Thunderstorm) হালকা বৃষ্টি (Light Rain) হতে পারে।
আরও পড়ুন:- Weather Update Today: তাপপ্রবাহের কবলে একাধিক জেলা!
পশ্চিম মেদিনীপুর (West Midnapore), বাঁকুড়া (Bankura), পুরুলিয়া (Purulia) ও ঝাড়গ্রাম (Jhargram) জেলায় সামান্য বৃষ্টি হতে পারে। তবে বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই (Almost All South Bengal Districts) বজ্রবিদ্যুৎ সহ (Thunderstorm with Rain) বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে (Forecast) বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের পাঁচটি জেলায় কালবৈশাখী (Nor’wester Storm) হওয়ার সম্ভাবনা প্রবল। জেলাগুলি হল:হুগলি (Hooghly), ঝাড়গ্রাম (Jhargram), বাঁকুড়া (Bankura), পূর্ব বর্ধমান (East Burdwan), পশ্চিম মেদিনীপুর (West Midnapore)। শুক্রবার আরও কয়েকটি জেলায় ঝড়-বৃষ্টি (Storm & Rain) হতে পারে, যার মধ্যে রয়েছে হাওড়া (Howrah), হুগলি (Hooghly), পূর্ব বর্ধমান (East Burdwan), পশ্চিম মেদিনীপুর (West Midnapore), ঝাড়গ্রাম (Jhargram) ও বাঁকুড়া (Bankura)।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/
প্রত্যেকটি জেলাতেই ৪০-৫০ কিমি প্রতি ঘণ্টা বেগে দমকা হাওয়া (Strong Wind) বইতে পারে। তবে এই ঝড়-বৃষ্টি সাময়িক স্বস্তি দিলেও রাতের তাপমাত্রায় (Night Temperature) খুব বেশি পরিবর্তন হবে না।দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও (North Bengal) আবহাওয়া পরিবর্তনের ইঙ্গিত মিলেছে (Forecast)। যদিও বুধবার ও বৃহস্পতিবার উত্তরবঙ্গ শুষ্ক (Dry) থাকবে, তবে শুক্রবার থেকে বজ্রবিদ্যুৎ সহ (Thunderstorm with Rain) বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বিশেষ করে দার্জিলিং (Darjeeling), জলপাইগুড়ি (Jalpaiguri), কোচবিহার (Cooch Behar), আলিপুরদুয়ার (Alipurduar) ও উত্তর দিনাজপুর (North Dinajpur) জেলায় ঝোড়ো হাওয়া (Windstorm) বইতে পারে, যার গতি হতে পারে ৩০-৪০ কিমি প্রতি ঘণ্টা। সপ্তাহের শেষের দিকে দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রা (Day Temperature) ৪-৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। তবে রাতের তাপমাত্রায় খুব একটা তারতম্য হবে না।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT