নিউজ পোল ব্যুরো: ক্ষোভ বাড়ছিল আগে থেকেই। আর্জেন্টিনার কাছে ৪-১ গোলে হার (Argentina vs Brazil) যেন সেই ক্ষোভের আগুনে ঘি ঢেলেছিল। অবশেষে একবছর তিন মাসের মাথায় ব্রাজিল কোচের (Brazil Coach) পদ থেকে সরিয়ে দেওয়া হল ডোরিভাল জুনিয়রকে (Dorival Junior)। চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে হারের তিন দিনের মধ্যে এই সিদ্ধান্ত নিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (Brazilian Football Confederation)।
আরও পড়ুন: KKR vs LSG: ম্যাচ রইল ইডেনেই কিন্তু কলকাতা পুলিশের মান রইল কি?
আগামী বছর বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে দক্ষিণ আমেরিকার গ্রুপে চার নম্বরে রয়েছে সেলেকাওরা। গ্রুপ শীর্ষে থেকে আর্জেন্টিনা ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে বিশ্বকাপে। ফিফার সৌজন্যে দক্ষিণ আমেরিকার গ্রুপ থেকে প্রথম ছ’টি দল সরাসরি খেলবে বিশ্বকাপে। আরেকটি দল যাবে প্লে-অফ খেলে। সুতরাং ব্রাজিল যোগ্যতা অর্জন করে ফেলবে ঠিকই কিন্তু বিগত কয়েক বছর ধরে অ্যালবিসেলেস্তারা যতটাই এগিয়েছে ততটাই পিছিয়েছেন নেইমাররা। ফলে ডোরিভালের (Brazil Coach) ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছিলই।

৬২ বছর বয়সী জুনিয়রের (Brazil Coach) আমলে ব্রাজিল সাতটি ম্যাচ জিতেছে, সাতটি ড্র করেছে এবং দু’টি হেরেছে। কিন্তু শেষ চারটি ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিতেছে তারা। এই সময়কালে ২৫টি গোলের পাশাপাশি ১৭টি গোল হজম করেছেন রদ্রিগো-ভিনিসিয়াসরা। গত বছর কোপা আমেরিকাতেও কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের কাছে পেনাল্টিতে হেরে বিদায় নেয় ব্রাজিল। শুক্রবার ব্রাজিল ফুটবল কনফেডারেশনের নবনির্বাচিত সভাপতি রডরিগেজ জানিয়েছেন, “জাতীয় দলে ডোরিভালের দায়িত্ব শেষ। বিকল্প কোচের খোঁজ চলছে। অনেকেই অনেক নাম ভাসাচ্ছেন কিন্তু আমি বা কনফেডারেশন এখনও কিছু চূড়ান্ত করিনি।“
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
ব্রাজিল কোচ (Brazil Coach) হিসেবে কনফেডারেশনের প্রথম পছন্দ ছিল রিয়েল মাদ্রিদের আনসেলোত্তি। কিন্তু ২০২৪ -এর শুরুতে তিনি রাজি না হওয়াই ডোরিভালের কাছে দায়িত্ব যায়। এখন ফের একবার ইটালিয়ান কোচের কাছে প্রস্তাব দেওয়া হবে। তিনি যদি রাজি না হন তাহলে আল হিলালের পর্তুগিজ কোচ জর্জ জেসুসকে আনার চেষ্টা করা হবে। আনসেলোত্তি বা জেসুস যিনিই কোচ হন না কেন তিনিই ব্রাজিলের প্রথম বিদেশি কোচ হবেন। বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে পাঁচবারের বিশ্ব জয়ীদের পরবর্তী ম্যাচে জুনে। ইকুয়েডর এবং প্যারাগুয়ের বিরুদ্ধে।