নিউজ পোল ব্যুরো: প্রেমে সাড়া না পেয়ে প্রেমিকার মুখে অ্যাসিড ছুড়ে মারার অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে। ঘটনাটি, বীরভূম (Birbhum Incident) জেলার পাইকর থানার অন্তর্গত ধানগড়া গ্রামের ঘটনা। এই ঘটনায় আক্রান্ত হয় যুবতী। মুখ সহ শরীরের বিভিন্ন অংশ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন যুবতী।
সোমবার ধানগড়া গ্রামের বাসিন্দা রিজিয়া সুলতানা তার এক বান্ধবীর বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিলেন। মাঝপথে এলাকারই যুবক আবির শেখ তার রাস্তা আটকায়। জোর করে মাঠের মধ্যে নিয়ে গিয়ে বিয়ের জন্য চাপ সৃষ্টি করে। যুবতী এখনই বিয়েতে রাজি না হওয়ায় যুবক তার পকেট থেকে একটি বোতল বের করে আচমকা তার মুখের ওপর ছুড়ে মারে। এরপর যন্ত্রণায় চিৎকার করে ওঠে যুবতী। চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। গুরুতর আহত অবস্থায় যুবতীকে উদ্ধার করে তড়িঘড়ি রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। জানা গিয়েছে,যুবতীর মুখ সহ শরীরের একাধিক অংশ মারাত্মকভাবে পুড়ে গেছে এবং তার অবস্থা সংকটজনক।
আরও পড়ুনঃ Ram Navami: উত্তর কলকাতা জুড়ে মোদী-শুভেন্দুর ছবি দেওয়া রামনবমীর পোস্টার, বিতর্ক তুঙ্গে
অ্যাসিড হামলার (Acid Violence) ঘটনার পরই আক্রান্তের পরিবারের পক্ষ থেকে আবির শেখের বিরুদ্ধে পাইকর থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্ত আবির শেখকে গ্রেফতার (Arrest) করেছে পুলিশ। বর্তমানে সে পুলিশ হেফাজতে রয়েছে। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ। এই নৃশংস ঘটনার (Birbhum Incident) খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। ক্ষুব্ধ গ্রামবাসীরা অভিযুক্তের কঠোর শাস্তির দাবি করেছে।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/p/1AZHDnEoBT/