নিউজ পোল ব্যুরো: সম্প্রতি বিধ্বংসী ভূমিকম্পের কবলে পড়েছে মায়ানমার (Mayanmar Earthquake)। আর রিখটার স্কেলে (Richter Scale) ৭.৭ মাত্রার এই কম্পনে প্রাণ হারিয়েছেন মায়ানমারের (Mayanmar) নতুন রাজধানী নেপিডোর (Naypyidaw) এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারে (Air Traffic Control Tower) দায়িত্বে থাকা চার এটিসি অফিসার (ATC Officer)। মঙ্গলবার তাঁদের স্মরণে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের (Netaji Subhash Chandra Bose International Airport) নতুন টেকনিক্যাল বিল্ডিংয়ে ভারতীয় এটিসি গিল্ডের পূর্বাঞ্চলীয় বিভাগের (ATC Guild (I) Eastern Region) উদ্যোগে কলকাতা বিমানবন্দরের (Kolkata Airport) এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা (Air Traffic Controller) দু’মিনিটের নীরবতা (Two Minutes Silence) পালন করেন।
আরও পড়ুন: April Fool: বোকা হওয়ার আবার দিন হয় নাকি? বলছে সুকুমার রায়ের সেই ‘বেড়াল’
এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আঞ্চলিক কার্যনির্বাহী অধিকর্তা নিবেদিতা দুবে, কলকাতা বিমানবন্দরের অধিকর্তা শ্রী প্রভাত রঞ্জন বেউরিয়া সহ এটিএম, সিএনএস, এইচআর, ইঞ্জিনিয়ারিং বিভাগের জেনারেল ম্যানেজার এবং অন্যান্য শীর্ষ আধিকারিকরা। সকলে প্রয়াত (Mayanmar Earthquake) অফিসারদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদের কর্তব্যনিষ্ঠা ও আত্মত্যাগকে সম্মান জানান।

এই মর্মান্তিক ঘটনায় (Mayanmar Earthquake) মায়ানমারের চারজন এয়ার ট্রাফিক কন্ট্রোলার প্রাণ হারিয়েছেন। তাঁরা হলেন — লে আউং (অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার), থাও থাও হেট কো কো (অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার), হানি রুন (গ্রেড ২ এটিসি অফিসার) এবং নাইং নাইং মাও (গ্রেড ২ এটিসি অফিসার)। এটিসি গিল্ড (ইন্ডিয়া)-এর আঞ্চলিক সচিব সমবেদনা জানিয়ে বলেন যে, কলকাতা এবং মায়ানমারের এটিসি অফিসারদের মধ্যে দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে। তিনি এই শোকানুষ্ঠানটিকে ‘বসুধৈব কুটুম্বকম’ -এর অন্যতম উদাহরণ হিসেবে বর্ণনা করেন, যা ভারতের সাংস্কৃতিক চেতনাকে প্রতিফলিত করে এবং পারস্পরিক সহযোগিতার মনোভাবকে জোরদার করে বলেই জানান তিনি।
নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেল লিংক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
কলকাতা বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা মায়ানমারের শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন এবং এই কঠিন সময়ে মায়ানমার এটিসিওদের পাশে দাঁড়ানোর কথা জানিয়েছেন।