Siliguri Incident: মহিলাকে লক্ষ্য করে চলল গুলি, আতঙ্কিত এলাকাবাসী!

অপরাধ জেলা

নিউজ পোল ব্যুরো: নকশালবাড়িতে আচমকাই চলল গুলি, অল্পের জন্য প্রাণ রক্ষা মহিলার। ঘটনাটি শিলিগুড়ি (Siliguri Incident) নকশালবাড়ির তোতারাম জোতের (Totaram Jote) ঘটনা । প্রত্যক্ষদর্শীদের দাবি, মোহাম্মদ তৌফিক (Mohammad Toufiq) নামে এক যুবক আচমকাই এক মহিলার দিকে বন্দুক তাক করে গুলি চালায়। তবে একটুর জন্য গুলি মহিলার গায়ে লাগেনি। ঘটনাস্থলেই আতঙ্কিত হয়ে পড়েন তিনি। এরপর অভিযুক্ত যুবক নিজের পায়ের কাছে মাটিতে গুলি ছোড়ে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নকশালবাড়ি থানার (Naxalbari Police Station) পুলিশ। ততক্ষণে অভিযুক্ত মোহাম্মদ তৌফিক পালিয়ে যায়। এই ঘটনার পর থেকেই অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন: http://Donald Trump: ‘মুক্তি দিবস’ ঘোষণা! ট্রাম্পের শুল্ক সিদ্ধান্তের পরিণতি কী?

গতকাল রাতেই তার বাড়িতে অভিযান (House Raid) চালানো হয়। পুলিশ খতিয়ে দেখছে, বাড়িতে কোনো বেআইনি অস্ত্র (Illegal Firearms) বা সন্দেহজনক কিছু লুকিয়ে রাখা হয়েছে কি না। তবে এখনো পর্যন্ত কোনো অস্ত্র উদ্ধার করা যায়নি। পুলিশ সূত্রে খবর, ঠিক কী কারণে ওই যুবক গুলি চালিয়েছিল, তা স্পষ্ট নয়। ব্যক্তিগত শত্রুতা (Personal Rivalry) নাকি অন্য কোনো কারণ, সেটি তদন্ত করে দেখা হচ্ছে। এদিকে, অভিযুক্তের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ (Interrogation) করছে পুলিশ। এই ঘটনার পর থেকে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা নিজেদের নিরাপত্তা নিয়ে চিন্তিত। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তকে দ্রুত গ্রেফতার (Arrest) করা হবে। এলাকায় নিরাপত্তা ব্যবস্থা (Security Measures) বাড়ানো
হচ্ছে।

আরও পড়ুন: http://Patharpratima Blast: বাজি-কাণ্ডে গ্রেফতার কারখানার মালিক, ক্ষুব্ধ DG রাজীব কুমার

পুলিশ জানিয়েছে, নকশালবাড়ি (Siliguri Incident) এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড রুখতে টহলদারি (Patrolling) বাড়ানো হয়েছে। তদন্তের স্বার্থে আশপাশের সিসিটিভি ফুটেজ (CCTV Footage) খতিয়ে দেখা হচ্ছে। সন্দেহভাজন কোনো তথ্য পেলেই পুলিশ দ্রুত ব্যবস্থা নেবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT