Viral Video : পুষ্পা ২-এর বিখ্যাত গানে স্ত্রীর সঙ্গে কোমর দোলালেন কেজরি

দেশ

নিউজ পোল ব্যুরোঃ কিছু মাস আগেই দিল্লিতে রাজনৈতিক ভাবে পরাজয় হয়েছে আম আদমি পার্টির (Aam Aadmi Party)। বিজেপির কাছে হেরেছেন দলের প্রধান অরবন্দ কেজরিওয়াল ( Arvind Kejriwal)। গদি হারিয়েছেন আপ সুপ্রিমো। ক্ষমতা হারানোর হতাশর মধ্যে এবার কিছুটা আনন্দের ছোঁয়া পেলেন আপ সুপ্রিমো। রাজনীতিতে হারলেও বাড়ির মধ্যে হাসিমুখে থাকার কারণ খুঁজে পেয়েছেন কেজরি। কারণ তাঁর মেয়ে। শুধু আনন্দ নয় পুষ্পা ২-এর (Pushpa 2) বিখ্যাত গান ‘আঙ্গারো কা অম্বর সা…’ হিট গানে নাচতে দেখা গেল অরবিন্দ কেজরিওয়াল ও তাঁর স্ত্রী সুনিতাকে। ভাইরাল হয়েছে সেই ভিডিও (Viral Video) ।

সম্প্রতি কেজরি ও তাঁর স্ত্রীর নাচের ভিডিও ভাইরাল হয়েছে। কারণ তাঁদের মেয়ে হর্ষিতা কেজরিওয়ালের বিয়ে (wedding celebrations)। হর্ষিতা কেজরিওয়ালের বিবাহ অনুষ্ঠানের ভিডিওগুলি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীকে তাঁর স্ত্রী সুনিতার সঙ্গে ‘আঙ্গারো কা অম্বর সা…’ হিট গানে নাচতে। ভিডিওটি ব্যপক শেয়ার হয়েছে। ভাইরাল ক্লিপটিতে দেখা গিয়েছে কেজরিওয়ালকে স্বাচ্ছন্দ্য এবং আনন্দের সঙ্গে নৃত্য পরিবেশন করতে। অনুষ্ঠান মঞ্চে স্ত্রী সুনিতার সঙ্গে পা মেলাচ্ছেন এবং অতিথিদের থেকে বাহবাও পাচ্ছেন। ভিডিওটি সামনে এসেছে দিল্লি বিধানসভা নির্বাচনে কেজরির দল শোচনীয় ভাবে পরাজয়ের মুখোমুখি হওয়ার কয়েক মাস পরে। তবে শুধু কেজরিওয়াল নন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান ভাংড়ায় নজর কেড়েছেন। সেই নাচের ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল। দিল্লিতে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন কাপুরথালা হাউসে অনুষ্ঠিত হয় এই বিবাহ অনুষ্ঠানটি। সেখানে কেজরির পরিবারের ঘনিষ্ঠ সদস্য এবং বন্ধুবান্ধবরা। সাদামাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ১৮ এপ্রিল হর্ষিতা সম্ভব জৈনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

আরও পড়ুন: Accident: মর্মান্তিক, বিয়েবাড়ি থেকে ফেরার পথে খাদে গাড়ি উল্টে মৃত ৫

এই অনুষ্ঠানের আরেকটি ভিডিওতে (Viral Video) দেখা যাচ্ছে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, যিনি কেজরিওয়ালের ঘনিষ্ঠ সহযোগী, তিনি অনুষ্ঠান মঞ্চে ঘুরছেন এবং সঙ্গীত পরিবেশন করছেন। সাংসদ সঞ্জয় সিং, সাংসদ রাঘব চাড্ডা এবং প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া সহ বেশ কয়েকজন সিনিয়র আপ নেতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সিসোদিয়া বলেন “সে আমাদের মেয়ে, মনে হচ্ছে পুরো পরিবারের একজন মেয়ের বিয়ে হচ্ছে। আমি ঈশ্বরের কাছে তার এবং সম্ভবের সুখে পূর্ণ জীবনের জন্য প্রার্থনা করি।” সঞ্জয় সিং এই অনুভূতির কোথা উল্লেখ করে বলেছেন, “এটি আমাদের সকলের জন্য একটি আনন্দের উপলক্ষ। এই কঠিন সময়ে, এই ধরণের মুহূর্তগুলি মূল্যবান।” ব্যক্তিগত উদযাপন রাজনৈতিক ফ্রন্টে আপের মুখোমুখি ঝড়ের সম্পূর্ণ বিপরীত। সম্প্রতি সমাপ্ত দিল্লি বিধানসভা নির্বাচনে, দলটি মাত্র ২২টি আসন জিততে সক্ষম হয়েছে, যা তার পূর্ববর্তী আধিপত্য থেকে তীব্র পতন। অরবিন্দ কেজরিওয়াল নিজেই নয়াদিল্লি আসনটি হেরে গেছেন, যে আসনটি তিনি ২০১৩ সাল থেকে দখল করে আসছিলেন, যাকে অনেকে একটি আশ্চর্যজনক বিপর্যয় বলে অভিহিত করছেন। ২৭ বছর ধরে জাতীয় রাজধানীতে ক্ষমতার বাইরে থাকা বিজেপি, একটি চূড়ান্ত জয়ের পর রেখা গুপ্তকে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করে, আবার ক্ষমতায় ফিরে আসে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT