নিউজ পোল ব্যুরো: মুর্শিদাবাদে ওয়াকফ অশান্তি নিয়ে রাজ্য তোলপাড় হয়েছে। পরিস্থিতি সামাল দিতে নামতে হয়েছে আধাসেনাকে। ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, মহিলা কমিশনের সদস্যরা ও জাতীয় মানবাধিকার কমিশনের দল। মুখ্যমন্ত্রী কবে যাবেন অশান্ত মুর্শিদাবাদে এই প্রশ্ন উঠছিল বহু দিন থেকেই। যদিও মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন ঠিক সময় হলেই যাবেন তিনি। মঙ্গলবার মেদিনীপুর কলেজ মাঠের সভা থেকে থেকেই মুর্শিদাবাদ যাবেন (Mamata Banerjee to visit Murshidabad) বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মেদিনীপুর থেকে মঙ্গলবার মুখ্যমন্ত্রী জানিয়েছেন তিনি মে মাসের প্রথম সপ্তাহে নবাবের জেলায় যাবেন। তবে কোন দিন তা এখনও ঠিক হয়নি। এদিন মুর্শিদাবাদে ওয়াকফ অশান্তি নিয়েও মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী। অশান্তির জন্য দায়ী করেছেন বহিরাগতদের দিকে। বহিরাগতরা স্থানীয়দের একাংশকে নিয়ে অশান্তি বাঁধিয়েছে বলে বিস্ফোরক অভিযোগ করেছেন মমতা। হুঙ্কার দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “মুর্শিদাবাদের ধুলিয়ানের দু’টি জায়গায় ঝামেলা হয়েছে। আমরা কেউ ঝামেলা চাই না। বহিরাগতরা স্থানীয়দের একাংশদের নিয়ে অশান্তি বাঁধিয়েছে। আমরা সেই চক্রান্ত ফাঁস করবই। মে মাসের প্রথম সপ্তাহে মুর্শিদাবাদ যাব।”
আরও পড়ুনঃ Trolley Bag Case : বাগুইআটি থেকে উদ্ধার ট্রলিবন্দি যুবতীর দেহ
মুর্শিদাবাদের অশান্তির জেরে জাফরাবাদে বাবা-ছেলে খুন হয়েছেন। সেই ঘটনা নিয়ে কম জলঘোলা হয়নি। অসহায় পরিবারের সঙ্গে দেখা করেছেন রাজ্যপাল, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ তৃণমূলের তৃণমূলের প্রতিনিধি দল। এমনকি নিহতদের পরিবারের জন্য ১০ লক্ষ টাকা করে আর্থিক ঘোষণা করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী এটাও নির্দেশ দিয়েছেন প্রয়োজনে তাঁদের বড়ির সন্তানদের সরকার দায়িত্ব নেবে। এর পর মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদে (Mamata Banerjee to visit Murshidabad) গিয়ে তাঁদের সঙ্গে দেখা করেন কিনা বা দেখা করলেও কি বার্তা দেন সেই দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT